Bomb Threat: মুখ্যমন্ত্রীর দপ্তরে ‘বোমা-বার্তা’, তিনদিন ধরে টানা কাঁপছে তিরুঅনন্তপুরম

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: কেরলের মুখ্যমন্ত্রীর দপ্তরে (Kerala Chief Minister’s Office) এবার বোমা হুমকি (Bomb Threat)। কেরলের (Kerala) রাজধানী তিরুঅনন্তপুরম যেন আচমকাই পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। পরপর তিনদিন ধরে শহরজুড়ে বোমা হামলার হুমকি (Bomb Threat) ছড়িয়েছে চরম উদ্বেগ। শনিবার হোটেল, রবিবার বিমানবন্দর! আর এবার সোমবার সকালেই নিশানায় রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তর ও তাঁর সরকারি বাসভবন।

আরও পড়ুন: BBC: পহেলগাঁও হামলা নিয়ে BBC-র ভুল শব্দচয়ন, ভারত সরকারের তীব্র প্রতিবাদ!

সোমবার সকালে একটি অজানা নম্বর থেকে আসে হুমকি (Bomb Threat) ফোন। বলা হয়, মুখ্যমন্ত্রীর দপ্তর (Kerala Chief Minister’s Office) এবং বাসভবনে নাকি বোমা পুঁতে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে প্রশাসন। তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং নিরাপত্তাবাহিনী। এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, আপাতত কিছুই পাওয়া যায়নি। যদিও আতঙ্ক কাটেনি একেবারেই।

এর আগে শনিবার বেশ কয়েকটি হোটেলে বোমা রাখা আছে বলে ইমেল আসে। তারপর রবিবার তিরুঅনন্তপুরম (Tiruanantapuram) বিমানবন্দরেও ঠিক একইভাবে ছড়ায় বোমাতঙ্ক। সব ক্ষেত্রেই নিরাপত্তা জোরদার করা হয়, তবে কোথাও বিস্ফোরক মেলেনি।

এই হুমকিগুলি এমন সময় আসছে, যখন কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর গোটা দেশজুড়েই বাড়ানো হয়েছে সতর্কতা। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সেই হামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএ’র (NIA) হাতে। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে সীমান্তে একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। ঠিক এমন প্রেক্ষাপটে কেরলের মতো শান্তিপ্রিয় রাজ্যে একের পর এক বোমাতঙ্ক অনেক বড় প্রশ্ন তুলে দিচ্ছে নিরাপত্তা নিয়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিশেষজ্ঞদের মতে, যদিও আগের তদন্তে এসব হুমকিকে ভুয়ো বলা হয়েছিল, তবে এই ধরনের ধারাবাহিক ঘটনার পেছনে কি নিছক ভয় ছড়ানোই উদ্দেশ্য, নাকি রয়েছে আরও গভীর ষড়যন্ত্র? পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, আর প্রযুক্তির এই যুগে হুমকি ইমেল ও ফোন কোথা থেকে করা হয়েছে তাও অধরাই।