Mohammad Amir : PSL -এ পহেলগাঁও কাণ্ডের ছায়া! সেনা উপদেষ্টার মত গলা কাটার ভঙ্গি আমিরের

breakingnews আন্তর্জাতিক ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে যেটুকু সম্পর্ক অবশিষ্ট ছিল তাও কার্যত শেষ হয়ে গিয়েছে পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার ঘটনায়। কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের প্রাণ গিয়েছে। এরপরই সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্কে ইতি টেনেছে ভারত। আর এই আবহেই পাকিস্তান সুপার লিগের (PSL) ম্যাচে তারকা পাক পেসার মহম্মদ আমির (Mohammad Amir) এমন এক কাণ্ড ঘটালেন যা ঝড় তুলেছে ক্রিকেট মহলে।

আরও পড়ুনঃ Dilip Ghosh : “পাকিস্তান বলে কোনও দেশ আর ইতিহাস বা ভূগোলে থাকবে না…”

পাকিস্তান সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং পেশোয়ার জুলমি। এই খেলায় বাবর আজমকে (Babar Azam) আউট করে আমির এমন এক সেলিব্রেশন করেন যা মনে করিয়ে দিচ্ছে সাম্প্রতিক সময়ে লন্ডনের পাক হাইকমিশনে পাকিস্তানের সেনা ও বায়ুসেনার উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাতের ভারতীয়দের উদ্দেশ্যে গলা কেটে নেওয়ার ইঙ্গিত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে লন্ডনে পাক হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। তাঁদের গলা কেটে নেওয়ার ভঙ্গি দেখিয়েছিলেন পাক সেনার উপদেষ্টা। বাবর আজমের উইকেট নিয়ে একই ভঙ্গিতে সেলিব্রেশন করেছেন আমিরও।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এই ম্যাচের শুরুতেই আমিরের (Mohammad Amir) বাউন্সার আছড়ে পড়েছিল বাবরের মাথায়। যদিও তাতে বড় কোনও ক্ষতি হয়নি। কনকাশন পরীক্ষার পর ফের ব্যাটও করতে নামেন বাবর। কিন্তু এর পরের ওভারেই আমিরের বলে এলবিডব্লিউ আউট হয়ে ফেরেন বাবর। আমিরের ইনসুইঙ্গারের কার্যত কোনও জবাবই ছিল না তাঁর কাছে। আর তারপরেই রীতিমত গর্জন করে ওঠেন আমির। ছুটে যান ডাগ আউটের দিকে। যেখানে বসেছিলেন স্যার ভিভিয়ান রিচার্ডস (Sir Vivian Richards)। তাঁকে দেখিয়ে গলা কাটার ভঙ্গি করেন পাকিস্তানের তারকা পেসার। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পর জন্ম হয়েছে বিতর্কের। বাবর আজম বা ভিভ রিচার্ডের উদ্দেশ্যে নয়। অনেকেই মনে করছেন, হয়ত ভারতের উদ্দেশ্যেই এহেন ইশারা করলেন আমির।