নিউজ পোল ব্যুরো: এ যেন সত্যিই দেবতাদের মর্ত্যে আগমন। ৩৩ কোটি দেবতাকে আহ্বান জানিয়ে পূর্ব মেদিনীপুরের দিঘায় (Digha) শুরু হয়েছে রাজকীয় আয়োজন। জগন্নাথদেবের (Digha Jagannath Temple) নতুন মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার প্রস্তুতি যেন এক মহাযজ্ঞের রূপ নিয়েছে। পুরীর রীতিনীতি মেনেই রবিবার (Sunday) বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় আচার অনুষ্ঠান। পরপর কয়েকদিন ধরে চলছে শাস্ত্রীয় নিয়মে হোমযজ্ঞ, বৈদিক মন্ত্রোচ্চারণ ও নিত্যপূজা। অস্থায়ী আটচালা ঘরে, মূল মন্দিরের সামনে, সকাল ও সন্ধ্যায় চলছে পবিত্র যজ্ঞ।
আরও পড়ুন: Dilip Ghosh : “পাকিস্তান বলে কোনও দেশ আর ইতিহাস বা ভূগোলে থাকবে না…”
পুরী মন্দিরের ৫৭ জন সেবক এবং ইসকনের ১৭ জন সাধু এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সোমবার ২৮ এপ্রিল
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিঘায় (Digha) এসে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন। মঙ্গলবার, ২৯ এপ্রিল, বিশ্বশান্তির উদ্দেশ্যে আয়োজিত হবে মহাযজ্ঞ। যেখানে ব্যবহৃত হবে ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ এবং ২ কুইন্টাল ঘি। ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উপস্থিতিতেই অনুষ্ঠিত হবে মন্দিরের দ্বারোদ্ঘাটন ও জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা, যা পরিচালনা করবেন পুরীর রাজেশ দৈতাপতি।
দিঘা এখন উৎসবের শহর। চারদিকে বেজে চলেছে মাঙ্গলিক সানাই, উচ্ছ্বাসে ভাসছে সাগরপারের বাতাস। বাড়তি ভিড় সামলাতে ইতিমধ্যেই ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ১১৬ বি জাতীয় সড়কে ওল্ড দিঘা থেকে শুরু হয়ে তিন কিলোমিটার হেঁটে মন্দিরে পৌঁছাতে হবে দর্শনার্থীদের (Digha Jagannath Temple)। নিউ দিঘা বাস ডিপো থেকেও হেঁটে যাওয়া যাবে শনিমন্দির হয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সড়কের ধারে ধারে ফ্লেক্স, সিসিটিভির মাধ্যমে নজরদারি, অস্থায়ী ওয়াচ টাওয়ার। সবমিলিয়ে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতি। জগন্নাথদেবের (Digha Jagannath Temple) আগমনে যেন পুনর্জন্ম নিচ্ছে দিঘা! ভক্তি, ভোলার, উৎসব আর ঐতিহ্যের মিলনে এই মহাযাত্রা হয়ে উঠেছে এক ঐতিহাসিক ক্ষণ।