নিউজ পোল ব্যুরো: রোজকার মত সোমবারও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির (BJP Bengal) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই সময় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন থেকে শুরু করে পহেলগাঁও হামলার বদলা, বাঙালি জওয়ানের এখনও পাকিস্তানে আটকে থাকা ইত্যাদি একাধিক বিষয়ে সরব হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ Dilip Ghosh : “সাপের মাথা থেঁতলে দিয়েছেন মোদি…”
প্রথমেই কথা ওঠে বুধবার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে। যে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবারই দিঘার উদ্দেশ্যে রওনা দেবেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) মন্দির উদ্বোধনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েও বলেন, “আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথদেবকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিতে চান না। তাই দিঘায় মন্দির করে বলছেন, ‘আপনি এখানেই থাকুন।’ মন্দির হচ্ছে ভাল কথা। তবে আমাদের দেশের পরম্পরা হল, সাধারণ মানুষ নিজের পয়সায় মন্দির তৈরি করে তার রক্ষণাবেক্ষণ করে। সরকারি পয়সায় মন্দির তৈরি হলে তার রক্ষণাবেক্ষণ কেউ করবে না। মানুষের দায় থাকবে না। এই কারণেই সোমনাথ মন্দির বারবার ভেঙেছে আর বারবার তৈরি হয়েছে। এটা সাধারণ মানুষের সম্পত্তি।”

এখনও পাকিস্তানেই আটকে বাঙালি জওয়ান। যা নিয়ে বাড়ছে উত্কণ্ঠা। আজ পাঠানকোটে যাচ্ছেন পাকিস্তানে আটকে পড়া জওয়ানের স্ত্রী। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি নেতা এদিন বলেন, “এর আগে আমরা দেখেছি যখন অভিনন্দন বর্তমান পাকিস্তানে গিয়ে আটকে পড়েছিলেন তাকে ফিরিয়ে আনতে কতবড় ডিপ্লোম্যাসি হয়েছিল। এবং শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে আনাও হয়। এবারেও তেমনটাই হবে। সরকারের তরফে যা করার তা করা হচ্ছে।” এছাড়া জল বন্ধ করলে পরমাণু-হামলা হবে, পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসির এই হুমকি প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “এসব ফালতু কথা পাকিস্তান অনেকদিন বলেছে আর তারপর মার খেয়ে বাড়ি ঢুকে যায়। পরমাণু বোমা ওদের আদৌ আছে কি না বা থাকলেও পচে গিয়েছে কিনা তা ভগবানই জানেন। পরমাণু বোমা দেখাবেন না। তাহলে তারপর থেকে পাকিস্তান বলে কোনও দেশ আর ইতিহাস বা ভূগোলে থাকবে না।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
একদিক থেকে দেখতে গেলে পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) বদলা নেওয়া হয়েছে। ৩ দিনে বিস্ফোরণে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। কুপওয়াড়া থেকে কুলগাম, পুলওয়ামা থেকে অনন্তনাগ। ১৪ জন স্থানীয় জঙ্গির নাম প্রকাশ করে অভিযান। এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “ভারতবর্ষে থেকে যারা এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি করে বা দেশের বিরোধিতা করে ভারতবর্ষে তো তাদের কোনও অস্তিত্ব রাখারই কথা নয়।” এছাড়া পহেলগাঁও হামলা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) টুইট করেছেন, “প্রতীকী হুমকি নয়, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময় এসেছে।” এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আগের কোনও প্রধানমন্ত্রী যে কাজ করে দেখাননি সেটা মোদিজি করে দেখিয়েছেন। তাই তাঁর প্রতি সকলের আস্থা রয়েছে।”