Modi-Rajnath: কী চূড়ান্ত হতে চলেছে? মোদী-রাজনাথ বৈঠকের অন্দরের গোপন পরিকল্পনা

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক দানা বড়ো প্রশ্ন সৃষ্টি হয়েছে। এক সপ্তাহের মধ্যে দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক, বিশেষ করে যুদ্ধের সম্ভাবনা। এরই মধ্যে, সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে হাজির হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Modi-Rajnath)। মোদির বাসভবনে (Modi’s House) এই বৈঠকটি (Metting) কোনো সাধারণ বৈঠক নয় বরং পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পরবর্তী পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা।

আরও পড়ুন: YouTube: নিশানায় পাকিস্তান! জাতীয় সুরক্ষা রক্ষায় কেন্দ্রের চূড়ান্ত পদক্ষেপ, ব্যান পাকিস্তানি ইউটিউব চ্যানেল

রাজনাথ সিংয়ের (Rajnath Singh) উপস্থিতির পর অনেকেই মনে করছেন, এই বৈঠকেই হয়তো (Modi-Rajnath) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে পাল্টা আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পহেলগাঁও হামলার জেরে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে, এমনকি বেশ কিছু সামরিক মহড়া ও প্রস্তুতি ভিডিওর মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। এই সময়েই চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান (Anil Chowhan), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গে বৈঠক করেন এবং সেনাবাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

এই পরিস্থিতিতে ভারতীয় সরকারের কৌশল কি? পহেলগাঁও হামলার পর ভারতের সেনাবাহিনী কি পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে? গত কয়েকদিনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে রাজনীতি ও সংবাদমাধ্যমের মাধ্যমে। বিরোধীরা একদিকে যেমন সরকারকে পহেলগাঁও হামলার যথাযথ জবাব দিতে চাপ দিচ্ছে, তেমনি সরকারও তাদের নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিতে একদম তৎপর। সব মিলিয়ে, ভারতীয় সেনার সক্রিয়তা এবং সরকারের পদ্ধতিগত প্রস্তুতি সবার নজর কাড়ছে।

এদিকে, প্রধানমন্ত্রী মোদী এবং রাজনাথ সিংয়ের বৈঠক (Modi-Rajnath) নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল জল্পনা। মন্ত্রীর বাসভবনে উপস্থিতির পর একে একে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, এমন প্রত্যাশা তৈরি হচ্ছে। তবে এখনো স্পষ্ট নয়, এই বৈঠক থেকেই কি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেবেন, নাকি তা কূটনৈতিক পথে সমাধান হবে? জল্পনা রয়েছে যে, ভারত তার রণনীতিতে যথাযথ সময় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে, তবে কোনো ধরনের তাড়াহুড়ো করা হবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পহেলগাঁও হামলার পর ভারতীয় বাহিনীর শক্তিশালী প্রস্তুতি এবং সরকারের সিদ্ধান্তের সম্ভাব্য ফলাফলের জন্য সবার চোখ এখন এই বৈঠকের দিকে।