নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠে আসে। ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় সরকার একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিয়েছে, এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারত কোনওরকম আপস করবে না। সীমান্তে ভিসা পরিষেবা বন্ধ, সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর এবার ডিজিটাল ফ্রন্টেও আঘাত হানল ভারত। সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হল পাকিস্তানি (Pakistan) সমস্ত ইউটিউব চ্যানেল (YouTube)।
আরও পড়ুন: Pahalgam Attack: জঙ্গিদের গোপন পথপ্রদর্শক! কী বলছে তদন্ত?
সরকারি সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানভিত্তিক বহু ইউটিউব (YouTube) চ্যানেল দীর্ঘদিন ধরেই ভারত, ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং সাম্প্রদায়িক কনটেন্ট প্রচার করে আসছিল। বিশেষ করে পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর এইসব চ্যানেলে এমন সব ভিডিও আপলোড করা হয়, যা দেশের ভিতরে উত্তেজনা ছড়াতে পারে। সেই কারণেই এই কনটেন্টগুলোকে ‘জাতীয় নিরাপত্তার পক্ষে হুমকি’ বলে চিহ্নিত করে কেন্দ্র কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
ডন নিউজ, জিও নিউজ, সামা টিভি, বোল নিউজ, রফতার, সুনো নিউজ-সহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমের ইউটিউব (YouTube) চ্যানেল ব্যান করা হয়েছে। এমনকি জনপ্রিয় সাংবাদিক ইরশাদ ভাটি, মুনিব ফারুক, উমর চিমা, আসমা শিরাজির ব্যক্তিগত চ্যানেলও ব্লক করা হয়েছে। এখানেই শেষ নয়! প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলকেও নিষিদ্ধ করা হয়েছে ভারতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
কেন্দ্র আরও জানিয়েছে, পাকিস্তানি চ্যানেলগুলি (Pakistan Channel) “মিলিট্যান্ট অ্যাটাক” শব্দ ব্যবহার করে সন্ত্রাসবাদকে লঘু করে দেখাচ্ছে, এবং কিছু ভিডিওতে “পাকিস্তান ভারতের বিরুদ্ধে ভিসা বন্ধ করল” জাতীয় বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করা হয়েছে। এর ফলেই বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনকে সতর্ক করে বিদেশ মন্ত্রক চিঠি পাঠিয়েছে।