নিউজ পোল ব্যুরো: কাশ্মীরের বর্তমান পরিস্থিতি (Kashmir Terror Attack) আবারও আলোচনার কেন্দ্রে। পহেলগাঁওয়ের বৈসরন এলাকায় ভয়াবহ জঙ্গি হামলায় (Kashmir Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ। এমন এক সময়, যখন জম্মু ও কাশ্মীর ধীরে ধীরে শান্তির পথে হাঁটছিল, এই হামলা আবার উত্তেজনার পরিবেশ তৈরি করে। গত বছর রাজ্যের নির্বাচনে জয় পেয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। তখন তিনি বলেছিলেন, তিনি কেন্দ্রের কাছে কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানাবেন।
আরও পড়ুন: Rafale Marine Jets: বিশাল পদক্ষেপ! ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফালে যুদ্ধবিমান
তবে সাম্প্রতিক হামলার পর, বিধানসভায় দাঁড়িয়ে ওমর আবদুল্লাহ (Omar Abdullah) বলেন, “আমি এই মুহূর্তে রাজ্যের মর্যাদার দাবি করতে পারব না। আমার সেই মুখ নেই। আমি রাজনীতি করি, কিন্তু মানুষের যন্ত্রণার সময়ে সুবিধা নেওয়ার মতো রাজনীতি আমি করি না।”
তিনি আরও বলেন, “কাশ্মীরের (Kashmir Terror Attack) নিরাপত্তার দায়ভার এখনো সম্পূর্ণভাবে নির্বাচিত সরকারের হাতে আসেনি। এই সংকটের সময় রাজ্যের মর্যাদার দাবি তোলা ঠিক নয়। আমরা আগেও এই দাবি করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই সময়টা মানবিকতা দেখানোর, রাজনীতি নয়।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
পহেলগাঁও হামলার ঘটনায় (Pahalgam Terror Attack) গভীর দুঃখপ্রকাশ করে ওমর (Omar Abdullah) বলেন, “সন্ত্রাসবাদীদের এই কাপুরুষোচিত হামলার জবাব অবশ্যই দিতে হবে। তবে সেই প্রতিরোধের সময়ে যেন কোনও সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত না হন, সেটাই আমার একান্ত অনুরোধ। যারা এই অন্যায় করেছে, তারা যেন কঠোরতম শাস্তি পায়।”