Pakistan: এক ঘণ্টায় সব শেষ! বিস্ফোরণে কেঁপে উঠল ওয়ানা, মৃত ৭

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) অস্থির সীমান্তবর্তী অঞ্চল দক্ষিণ ওয়াজিরিস্তান (South Waziristan) আবারও রক্তাক্ত। শান্তির বার্তা নিয়ে আয়োজিত এক বৈঠকই শেষ পর্যন্ত রইল না নিরাপদ। বরং সেই সভাই হয়ে উঠল মৃত্যুকূপ। সোমবার দুপুরে ওয়ানা শহরে স্থানীয় এক শান্তি কমিটির বৈঠক (Meeting) চলাকালীন ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই কমপক্ষে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকেই, যাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: BBC: পহেলগাঁও হামলা নিয়ে BBC-র ভুল শব্দচয়ন, ভারত সরকারের তীব্র প্রতিবাদ!

ঘটনাটি ঘটে যখন শান্তিপূর্ণ বৈঠক চলছিল একটি বহুতল ভবনে (Pakistan)। বিস্ফোরণের অভিঘাতে ভবনের একটি অংশ ধসে পড়ে। পুলিশ কর্মকর্তা উসমান ওয়াজির জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। এ পর্যন্ত ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৭ জন পরে মারা যান।

দক্ষিণ ওয়াজিরিস্তান (South Waziristan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত। দীর্ঘদিন ধরেই তেহরিক-ই-তালিবান (TTP) পাকিস্তান (Pakistan)-এর সক্রিয় এলাকা হিসেবে পরিচিত। বিস্ফোরণের পেছনে টিটিপি-র হাত আছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই শান্তি কমিটি অতীতে প্রকাশ্যে টিটিপি-র (TTP) বিরোধিতা করেছিল। ফলে এই হামলাকে এক ধরনের ‘প্রত্যাঘাত’ বলেই মনে করছেন তদন্তকারীরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রসঙ্গত, এর ঠিক আগের দিনই পাকিস্তানি সেনাবাহিনী আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে ৫৪ জন অনুপ্রবেশকারী সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করে। সেনাবাহিনীর ভাষায়, নিহতদের ‘খোয়ারিজ’— অর্থাৎ তালিবানপন্থী চরমপন্থী বলে চিহ্নিত করা হয়েছে। সেই ঘটনার একদিন পরেই শান্তি বৈঠকে বিস্ফোরণ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।