নিউজ পোল ব্যুরো: সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। SSC দফতর থেকে চাকরিহারারা সোজা এগিয়ে যান হাজরা মোড়ে। হাজরা মোড়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আন্দোলনকারীরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান-বিক্ষোভে বসে থাকলেও তারপর গার্ড্রেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতেই বাধে বিপত্তি।
পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হলে কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। তাদের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে এসএসকেএম (SSKM) হাসপাতালে। তারপরেই ফের শান্তিপূর্ণভাবে অবস্থান-বিক্ষোভে বসেছে বাকি আন্দোলনকারীরা। পুলিশের কাছে সহযোগিতা চাইছেন আন্দোলনকারীরা যাতে গার্ডরেল তুলে দিয়ে তাদের বসার ব্যবস্থা করা হয়। এই অবস্থান-বিক্ষোভ থেকেই নিজেদের পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলেও জানিয়েছেন তাঁরা। দাবি করছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে অর্থাৎ ডেপুটেশন জমা দিতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই বিক্ষোভ চলবে। তবে আন্দোলনকারীরা দাবি করছেন বাইরে থেকে লোক এসে এমন বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থাৎ এখানেও উঠে আসছে বহিরাগত তত্ত্ব।
আরও পড়ুনঃ BBC: পহেলগাঁও হামলা নিয়ে BBC-র ভুল শব্দচয়ন, ভারত সরকারের তীব্র প্রতিবাদ!
উল্লেখ্য, আদালতের নির্দেশে কিছুদিন আগেই ডিআই (DI) অফিসগুলি থেকে যোগ্য শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের স্কুলে ফেরার নির্দেশ দেওয় হয়। সেই তালিকায় বহু যোগ্য প্রার্থীর নাম নেই বলেই অভিযোগ করেছেন চাকরিহারাদের একাংশ। রাস্তায় চাকরিহারারা অনেকেই স্লোগান দিচ্ছেন, “শিক্ষা দফতর তো কিছু করছে না। তাই আমরা দিদির কাছে যেতে চাই। আমরা তো জিন্দা লাশ হয়ে আছি। মেরে ফেলুক আমাদের। গুলি করে দিক।” তবে হাজরার পাশাপাশি SSC দফতরেও আন্দোলন অব্যহত রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তালিকা নিয়েই দেখা দিয়েছে ক্ষোভ। তালিকায় যাঁদের নাম নেই তাঁদের ‘অযোগ্য’ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেটাই মানতে নারাজ । বিক্ষোভকারীদের দাবি যোগ্য হওয়া সত্বেও তাঁদের নাম তালিকায় নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT