নিউজ পোল ব্যুরো: কাশ্মীর (Kashmir Tourism Industry) উপত্যকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য (Natural beauty) আর শান্তিপূর্ণ পরিবেশ বহু যুগ ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে সাম্প্রতিক নিরাপত্তা হুমকির কারণে রাজ্য সরকার (State Government) এক বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ওমর আবদুল্লার নেতৃত্বাধীন প্রশাসন উপত্যকার ৪৮টি পর্যটন কেন্দ্র (Tourist attractions) সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: Rafale-M : আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা, রাফালে-মেরিন কিনতে ফ্রান্সের চুক্তি স্বাক্ষর ভারতের
সূত্র মারফত জানা গেছে, পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর গোয়েন্দা বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে যে, উপত্যকার (Kashmir Tourism Industry) আরও কয়েকটি জনপ্রিয় পর্যটন স্থানে একই ধরনের হামলা হতে পারে। এই আগাম সতর্কবার্তার ভিত্তিতেই প্রশাসন এই কড়া পদক্ষেপ নিয়েছে, যার লক্ষ্য হলো পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
প্রসঙ্গত, গত সপ্তাহে পহেলগাঁওয়ে (Kashmir Tourism Industry) ঘটে যাওয়া জঙ্গি হামলাটি ছিল অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝে ব্যবস্থা গ্রহণ করেছে।
জম্মু ও কাশ্মীরের পর্যটন এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পহেলগাঁও হামলার পর গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, উপত্যকায় কিছু স্লিপার সেল সক্রিয় হয়ে উঠেছে। এই সেলগুলো প্রতিশোধমূলকভাবে টার্গেট কিলিং ও বড় ধরনের হামলার ছক কষছে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুলমার্গ, সোনামার্গ, ডাল লেকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটনস্থানে কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান দল ও জঙ্গি-বিরোধী স্কোয়াড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য রিসোর্ট, জনপ্রিয় রেস্তোরাঁ, জলপ্রপাত, ইকো-পার্ক এবং ট্রেকিং এলাকাতেও নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে। উপত্যকায় সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রশাসন এখন সর্বোচ্চ সতর্কতায়। পর্যটকদের উদ্দেশে শান্তি ও নিরাপত্তার বার্তা দিতে প্রশাসন সমস্ত স্তরে সমন্বয় বজায় রেখে কাজ করছে।