নিউজ পোল ব্যুরো: “কাশ্মীর (Kashmir) নিয়ে চিৎকারে ব্যস্ত পাকিস্তান, অথচ নিজেদের উঠোনেই আগুন জ্বলছে!” দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে ছড়াচ্ছে উত্তাপ। একদিকে পাকিস্তানের বালোচিস্তানে (Balochistan) সশস্ত্র বিদ্রোহীদের দাপট, অন্যদিকে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় রাফাল মেরিন যুদ্ধবিমানের (Rafale Marine fighter jet) সংযোজন। দুই দেশের এই পাল্টা প্রস্তুতি গোটা অঞ্চলকে করে তুলছে আরও অনিশ্চিত।
আরও পড়ুন: Pahalgam Issue: ঠিক কী ঘটেছিল উরি ও পুলওয়ামার জবাবের আগে?
সম্প্রতি বালোচিস্তানের (Balochistan) খাজিনাই হাইওয়েতে সশস্ত্র বিদ্রোহীরা রীতিমতো রাস্তায় ব্যারিকেড গড়ে তল্লাশি Search চালিয়েছে বাস ও গাড়িতে। বিশেষ করে সাইন্দক প্রকল্পের নিরাপত্তা যানবাহনে রকেট লঞ্চার (Rocket launcher) দিয়ে হামলা চালানো হয়েছে। হতাহতের কোনো তথ্য এখনও না মিললেও, এই ঘটনায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তানি (Balochistan) সেনাবাহিনী এখন ওই অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে।
এদিকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় এক পদক্ষেপ নিয়েছে নয়া দিল্লি। ফ্রান্সের সঙ্গে ৬৩ হাজার কোটি টাকার সামরিক চুক্তি সম্পন্ন হয়েছে, যার আওতায় ভারত ২৬টি অত্যাধুনিক রাফাল মেরিন যুদ্ধবিমান পাচ্ছে। এই মাল্টি রোল ফাইটার জেটগুলি (Multi-role fighter jet) রীতিমতো গেমচেঞ্জার হতে চলেছে ভারতের জন্য।
রাফাল মেরিন সংস্করণ আগের থেকে অনেক বেশি উন্নত। সুপারসনিক গতিতে ঘণ্টায় ২১৩০ কিমি পর্যন্ত উড়তে সক্ষম এই বিমানগুলি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ছোট রানওয়ে থেকেও টেক অফ ও ল্যান্ড করতে পারে। এতে থাকবে লেজার গাইডেড বোমা, অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল, উন্নত সেন্সর প্রযুক্তি, শক্তিশালী ল্যান্ডিং গিয়ার ও ফোল্ডিং উইং। সমুদ্রের নিচ থেকে আকাশ পর্যন্ত যে কোনও টার্গেটে নিখুঁত আঘাত হানতে পারবে এই ফাইটার জেট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই রাফালগুলি INS বিক্রান্ত ও INS বিক্রমাদিত্য বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে। সব মিলিয়ে ২০৩১ সালের মধ্যে এই বিমানগুলি ভারতের নৌবাহিনীর হাতে চলে আসবে বলে সূত্রের খবর।