Digha Jagannath Temple: নতুন জাঁকজমকে মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন

breakingnews রাজ্য

নিউজ পোল ব্যুরো: প্রতীক্ষার অবসান। সমুদ্রের গর্জনের পাশে এবার ধর্ম ও সংস্কৃতির অপূর্ব মিলনস্থল হিসেবে আত্মপ্রকাশ করল দিঘার নতুন জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। মঙ্গলবার (Tuesday) এক ঐতিহাসিক মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মন্দিরের দ্বার খুলে দেন সর্বসাধারণের জন্য। তবে এই উদ্বোধন ছিল শুধুই আচার নয়, ছিল সম্প্রীতির বার্তা, ছিল সকল ধর্মের মেলবন্ধনের এক অনন্য উদাহরণ।

আরও পড়ুন: Kolkata: মেছুয়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১৪, প্রধানমন্ত্রীর অর্থসাহায্যের ঘোষণা

মন্দিরে (Digha Jagannath Temple) প্রবেশের আগে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “এই মন্দির সকলের জন্য। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এসেছেন, সকলে একত্রে এই শুভক্ষণে সামিল হয়েছেন।” তিনি আরও জানান, রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জগন্নাথদেবের প্রসাদ ও ছবি। হিডকো ও স্থানীয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করে বলেন, “তিন বছরের অক্লান্ত পরিশ্রম আজ রূপ পেয়েছে এই বিশাল মন্দির চত্বরে। ৫০০-র বেশি গাছ লাগানো হয়েছে এখানে। একই সঙ্গে আধ্যাত্মিকতা ও পরিবেশের সংরক্ষণে নজর দেওয়া হয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসে দিঘায় (Digha)। উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অরিন্দম শীল, ডোনা গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। ছিল টেলিভিশনের জনপ্রিয় মুখরাও।

ইসকনের (Iskcon) সহায়তায় প্রতিদিনের ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে, আর মন্দির সংলগ্ন এলাকায় গজা, প্যাড়া, খাজার দোকান বসবে বলে জানান মুখ্যমন্ত্রী। মন্দির হবে রাজ্যের আধ্যাত্মিক পর্যটনের এক নতুন কেন্দ্রবিন্দু।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শেষে, বিশ্বশান্তির প্রার্থনা করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “এই মন্দির হবে মিলনের প্রতীক, ভক্তির সঙ্গে সঙ্গে এখানে মানুষ খুঁজে পাবেন একতা ও সম্প্রীতির আলো।” সূত্রের খবর, অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রওনা হন কলকাতার উদ্দেশ্যে, সোজা চলে যেতে পারেন বড়বাজারের মেছুয়া অঞ্চলে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিদর্শনে।