নিউজ পোল ব্যুরো: ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠান ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (Indusind Bank) এক গুরুতর আর্থিক সংকটের (Financial crisis) মুখোমুখি হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রাথমিক নিরীক্ষায় ব্যাঙ্কের হিসাবের মধ্যে প্রায় ১৯৬০ কোটি (1960 Crore) টাকার গরমিল ধরা পড়েছে। এই আর্থিক অনিয়মের জেরে ব্যাঙ্কের সিইও সুমন্ত কাঠপলিয়া (Sumant Kathpalia) মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
আরও পড়ুন: Parliament Session: পহেলগাঁও হামলার প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশনের দাবি, কেন্দ্র ভাবনায়
ব্যাঙ্কের (Indusind Bank) তরফে এক রেগুলেটরি ফাইলিংয়ে জানানো হয়, সিইও (CEO) তাঁর পদত্যাগপত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, বিভিন্ন নৈতিক অবহেলা ও অডিট সংক্রান্ত সমস্যার জন্য তিনি দায়িত্ব নিচ্ছেন এবং কর্মদিবসের শেষে তাঁর পদত্যাগ কার্যকর করতে অনুরোধ জানিয়েছেন। তাঁর ভাষায়, “আমার নজরে আসা নৈতিক ব্যত্যয় ও অবহেলার প্রেক্ষিতে আমি এর দায় স্বীকার করছি।”
এই গরমিলটি ধরা পড়ে ব্যাঙ্কের ডেরিভেটিভ পোর্টফোলিওর নিরীক্ষার সময়, যেখানে এক বহিরাগত অডিটরের মাধ্যমে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত লাভ-ক্ষতির হিসাব খতিয়ে দেখা হয়। নিরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয় যে, ব্যাঙ্কের প্রফিট অ্যান্ড লস (Profit and Loss) অ্যাকাউন্ট থেকে প্রায় ১৯৫৯.৮৮ কোটি টাকা অনুপস্থিত।
ফলে ব্যাঙ্কের (Indusind Bank) বাজার মূলধনে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়েছে। ডিসেম্বর ২০২৪-এর তুলনায় পুঁজির পরিমাণ ২.২৭ শতাংশ কমেছে বলে জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সিইওর এই আকস্মিক পদত্যাগের ফলে ব্যাঙ্কের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে, যার ফলে বোর্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Resarve Bank Of India) অনুমোদন চেয়েছে একটি কমিটি অফ এক্সিকিউটিভস গঠনের জন্য, যারা অস্থায়ীভাবে সিইওর দায়িত্ব পালন করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের উপরও। বাজারে শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ পড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাঙ্ককে আরও স্বচ্ছ ও কঠোর প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে।