নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় (Parliament Session) ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু দেশজুড়ে নিন্দার ঝড় তুলেছে। বেশিরভাগ নিহত ছিলেন পর্যটক, যারা ছুটি কাটাতে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সৌন্দর্যে মাতোয়ারা হতে। এই নৃশংস হত্যাকাণ্ডের পরে (Pahalgam Attack) দেশের রাজনৈতিক আবহও দ্রুত পাল্টে যেতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: Kashmir Issue: কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তাক্ত হামলার ছায়া, যুদ্ধের আশঙ্কায় তপ্ত উপমহাদেশ
এই মর্মান্তিক (Pahalgam) ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে (Mallikarjun Kharge) ও সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বিশেষ চিঠি দিয়ে সংসদের দুই কক্ষে অবিলম্বে বিশেষ অধিবেশন (Parliament Session) ডাকার অনুরোধ জানিয়েছেন। তাদের মতে, এই দুঃসময়ে জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য সংসদই হতে পারে সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম। রাহুল গান্ধী (Rahul Gandhi) লিখেছেন, “এই চ্যালেঞ্জিং সময়ে গোটা দেশ সন্ত্রাসের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াবে, এটাই ভারতের বার্তা হওয়া উচিত।” খড়্গের (Mallikarjun Kharge) বক্তব্যে উঠে এসেছে, “জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে এই অধিবেশন, যা গোটা বিশ্বের কাছে এক সুস্পষ্ট বার্তা দেবে।”
বুধবার এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে (Parliament Session) বসে। পরে সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) সাংবাদিকদের জানান, বিরোধী দলগুলির অনুরোধ বিবেচনায় রেখেছে সংসদীয় বিষয়ক কমিটি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা জানানো হবে সময় মতো।
এই আবহে একাধিক রাজনৈতিক দলও কংগ্রেসের সঙ্গে সহমত পোষণ করে বিশেষ অধিবেশনের দাবি তুলেছে। এ এক বিরল মুহূর্ত, যখন রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে দেশের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা নিয়ে একযোগে ভাবনা চলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এখন নজর থাকবে সংসদীয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। পহেলগাঁওয়ের এই নির্মম হামলার (Pahalgam Attack) জবাবে ভারত কী বার্তা দেয়, তা শুধু দেশের নয়, গোটা বিশ্বের দৃষ্টিও সেদিকে থাকবে।