নিউজ পোল ব্যুরো: বালোচিস্তানের (Balochistan) উত্তপ্ত প্রেক্ষাপটে ফের সংঘর্ষের ছায়া। মঙ্গলবার (Tuesday) রাত থেকে কেচ (kech)ও জিয়ারাত (Ziarat) জেলার বেশ কয়েকটি দুর্গম এলাকায় শুরু হয়েছে পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর (Pakistan Army) জোরালো অভিযান। গোপন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিকল্পিত এই অভিযানে এখনও পর্যন্ত অন্তত ১০ জন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-র যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকও।
আরও পড়ুন: PM Modi: বাতিল করলেন সফর, রাশিয়ার বিজয় দিবস উদযাপনে অংশ নেবেন না মোদী
ফ্রন্টিয়ার কোর ও পাক সেনার যৌথ বাহিনী এই অভিযানে অংশ নেয়। বুধবার দুপুর পর্যন্ত সংঘর্ষ চলেছে বলে সেনা সূত্রে জানা গেছে। সেনা সূত্রে দাবি, বিএলএ-র (Balochistan) যোদ্ধারা মারাত্মক প্রতিরোধ গড়ে তুললেও তাদের আস্তানা ধ্বংস করা সম্ভব হয়েছে।
এই অভিযান আসে মাত্র কয়েকদিন পর, যখন কোয়েটার নিকটবর্তী মার্গেট এলাকায় বিএলএ-র পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন পাক অফিসার-সহ ১০ জন সেনা প্রাণ হারান। তার প্রতিক্রিয়াতেই শুরু হয় এই পাল্টা হামলা।
প্রসঙ্গত, গত কয়েক মাসে বিএলএ তাদের কৌশলে বৈচিত্র্য এনেছে। কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনার গাড়িতে আইডি বিস্ফোরণ, এমনকি নোশকিতে আত্মঘাতী হামলা চালিয়েছে তাদের ‘মজিদ ব্রিগেড’ নামে পরিচিত ফিদায়েঁ বাহিনী। শুধু তাই নয়, মার্চ মাসে বালোচিস্তানের আরও দুটি বিদ্রোহী সংগঠন—বালোচিস্তান (Balochistan) লিবারেশন ফ্রন্ট (বিএলএফ), বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি)—এবং সিন্ধুপ্রদেশের ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’-র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে গঠিত হয়েছে একটি নতুন জোট।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও সেনা সূত্রের দাবি, এই সমন্বিত বিদ্রোহী জোট গঠনের পেছনে ভারতের সক্রিয় ভূমিকা রয়েছে। যদিও ভারত একাধিকবার এই অভিযোগ নাকচ করে এসেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বালোচিস্তানে জঙ্গি কার্যকলাপ ও সেনা অভিযানের এই পাল্টাপাল্টি ধারা সাম্প্রতিক সময়ে নতুন করে অস্থিরতা বাড়াচ্ছে, যার পরিণাম আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।