Pakistan:’শের’ নাটক নিয়ে টানটান বিতর্ক, বলিউড অনুরাগীদের মধ্যে রাগের আগুন!

আন্তর্জাতিক পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউড (Bollywood) যদি ঝলমলে স্বপ্নের শহর হয়, তবে তার ছায়া বিশ্বের নানা কোণায় পৌঁছানো স্বাভাবিক। কিন্তু যখন সেই ছায়া হুবহু কপি হয়ে ধরা দেয় পর্দায়, তখন আর দর্শকের চোখে সেটা ‘ইন্সপায়ার্ড’ নয়, বরং ‘নকল’ বলেই ধরা পড়ে। আর ঠিক এই জায়গাতেই শুরু হয়েছে ভারত-পাকিস্তান (Pakistan) বিনোদন যুদ্ধের নতুন পর্ব।

আরও পড়ুন: Indusind Bank: ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ১৯৬০ কোটি টাকার গরমিল, পদত্যাগ করলেন ব্যাঙ্কের সিইও

সম্প্রতি মুক্তি পেয়েছে পাকিস্তানি (Pakistan) ধারাবাহিক ‘শের’-এর একটি টিজার, যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা দানিশ তৈমুর (Danish Taimoor) ও সারা খান (Sara Khan) একে অপরের দিকে বন্দুক তাক করে রয়েছেন। শুধু সেটাই নয়, এই প্রেম ও সংঘাতের চমকপ্রদ মুহূর্তটি দেখে চোখ কপালে উঠেছে বলিউডপ্রেমীদের (Bollywood)। কারণ ঠিক এমনই একটি দৃশ্য রয়েছে সঞ্জয় লীলা ভনসালী পরিচালিত সুপারহিট ছবি ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’-তে, যেখানে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh) একইরকমভাবে বন্দুক ধরে পরস্পরের দিকে তাকিয়ে ছিলেন।

টিজার দেখেই অনেকে মন্তব্য করেছেন, “এটা কি ‘রাম-লীলা’র পাকিস্তানি (Pakistan) সংস্করণ?” কেউ লিখেছেন, “ওরা শুধু গল্পটাই নয়, সাজপোশাক থেকে শুরু করে আবেগের এক্সপ্রেশন পর্যন্ত কপি করেছে!” একজন তো আরও এক ধাপ এগিয়ে বলেছেন, “সস্তা মাল, সস্তা নাটক! আর কিছু নেই?”

বিতর্ক এখানেই থেমে নেই। অনেক ভারতীয় দর্শক এই নাটককে সরাসরি ‘রাম-লীলা’র (Ram Leela) বাজেট কপি বলে ট্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং, মিম বানানো আর তুলনা করার হিড়িক। তবে ‘শের’-এর নির্মাতা বা কলাকুশলীরা এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ভারত-পাক বিনোদন জগতের এই সংঘাত নতুন নয়। কিন্তু ‘শের’ বিতর্ক যেন নতুন করে এই প্রতিযোগিতায় আগুন ঢেলেছে। একদিকে যখন পাকিস্তান দাবি করছে, তারা মৌলিক কাজ করছে, তখন ভারতের দর্শকরা বলছেন—এই রকম “ইন্সপায়ার্ড কনটেন্ট” আসলে সৃষ্টিশীলতার অপমান।

সব মিলিয়ে, ‘শের’ হয়ে উঠেছে এই মুহূর্তে উপমহাদেশীয় বিনোদনের হট টপিক। কে কাকে টপকে যাবে—তার উত্তর দেবে সময়, আর অবশ্যই, দর্শকের চোখ।