PM Modi: বাতিল করলেন সফর, রাশিয়ার বিজয় দিবস উদযাপনে অংশ নেবেন না মোদী

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল বাংলাঃ ভারত জুড়ে শোকের আবহ। গত ২২ এপ্রিল পহেলগাঁও-এর জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। জঙ্গি হামলায় মিলেছে পাকিস্তানি যোগ। পাকিস্তানকে (Pakistan) যোগ্য জবাব দিতে রনংদেহী মেজাজে ভারত। বদলার আগুনে ফুটছে গোটা দেশ। ঘন ঘন বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও তাঁর মন্ত্রিসভা। আগামী মাসে রাশিয়া(Russia) যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi)। তবে দেশে এই শোকের আবহে এই সফর বাতিল করেছেন নমো।

বুধবার ক্রেমলিনের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ মে মস্কোতে অনুষ্ঠিত হতে চলা রাশিয়ার বিজয় দিবস উদযাপনে যোগ দেবেন না। যদিও রাশিয়ান কর্মকর্তারা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পিছনে কারণ স্পষ্ট করেননি। কারণ স্পষ্ট না করলেও ওয়াকিবহল মহলের মতে পহেলগাঁওতে জঙ্গি হামলার পর নিরাপত্তা পরিস্থিতির কারণেই রাশিয়া সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং সহ আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা রাশিয়ায় আসবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর যাওয়ার কথা থাকলেও এই আবহে তা হচ্ছে না।

আরও পড়ুনঃ Parliament Session: পহেলগাঁও হামলার প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশনের দাবি, কেন্দ্র ভাবনায়

এই প্রসঙ্গে উল্লেখ্য, চলতি মাসের শুরুতে, বিদেশ মন্ত্রক (MEA) নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রী মোদী (PM Modi) ৯ মে মস্কোতে আসন্ন বিজয় দিবস উদযাপনে যোগ দেওয়ার জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন। তবে, মন্ত্রণালয় জানিয়েছিল ভারতের অংশগ্রহণের বিষয়ে যথাসময়ে তথ্য জানাবে। তবে নমো না গেলেও রাশিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চলতি বছর বিজয় দিবসের কুচকাওয়াজে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন। প্রধানমন্ত্রী মোদীর শেষ রাশিয়া সফর ছিল ২০২৪ সালের জুলাই মাসে। তার আগে ২০১৯ সালে একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে ভ্লাদিভোস্টক সফর করেছিলেন। প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে বৈসরণ উপত্যকায় পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদইদের একটি দল নিরীহ পর্যটকদের উপর গুলি চালায়। তাতে ২৬ জন নিহত হন। হামলার সময় সৌদি আরবের একটি সরকারি সফরে ছিলেন প্রধানমন্ত্রী মোদী, খবর পেয়েই তিনি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT