Wednesday Weather Report : দক্ষিণবঙ্গের গরম বজায়, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বুধবারও তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Wednesday Weather Report)। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে কলকাতায় (Kolkata)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট আরও বাড়বে বলে আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও একই পরিস্থিতি থাকবে। হালকা দক্ষিণ-পূর্ব বাতাস থাকলেও আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তির মাত্রা আরও তীব্র হবে।

আরও পড়ুন: Bengal Weather Forecast: ফাল্গুনেও শীতের ছোঁয়া!

তবে উত্তরের জেলাগুলিতে বুধবার থেকে আবহাওয়ার (Wednesday Weather Report) সামান্য পরিবর্তন ঘটতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও হতে পারে। পাহাড়ি জেলাগুলিতে দিনের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার (Wednesday Weather Report) ফলে উত্তরবঙ্গের বাসিন্দারা আপাতত কিছুটা স্বস্তি পেতে পারেন, তবে রাতের দিকে ঠান্ডা হাওয়া বাড়তে পারে।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের গরম পরিস্থিতি বৃহস্পতিবার (Thursday) পর্যন্ত জারি থাকবে। বিশেষ করে যাঁরা দীর্ঘ সময় রোদে কাজ করেন, তাঁদের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শিশু, বয়স্ক এবং রোগীদের যতটা সম্ভব ঘরের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খাওয়াদাওয়া ও পরিমাণ মতো জলপান করাও অত্যন্ত জরুরি। কলকাতা পৌরসভা ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। হিটস্ট্রোক এবং ডিহাইড্রেশনের ঘটনা এড়াতে পুরসভার তরফে বিভিন্ন জায়গায় অস্থায়ী জলবিভাগ ও ছাউনি বসানোর প্রস্তুতি চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT