Kashmir Issue: পাকিস্তানের আকাশসীমা বন্ধ, সীমান্তে জ্যামার বসিয়ে বাড়তি কৌশলগত চাপ

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে ঘটে যাওয়া (Kashmir Issue) ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই ভারত (India) আরও কড়া ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ নাগরিক, যাদের বেশির ভাগই ছিলেন পর্যটক। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি (New Delhi) পাল্টা জবাব দিয়েছে।

আরও পড়ুন: Pahalgam Issue: কাশ্মীর হামলার পর সীমাকে নিয়ে উদ্বেগ! তদন্তে ATS

প্রথম ধাপে ভারত সরকার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। ‘নোটিস টু এয়ার মিশন’ (NOTAM) জারি করে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের নিবন্ধিত বা পরিচালিত কোনও বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না—সামরিক বিমানও নয়। এই নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ার গন্তব্যে যাওয়া পাকিস্তানি বিমানের জন্য পথ দীর্ঘতর হবে, সময় ও জ্বালানি খরচ দুই-ই বাড়বে।

তবে এখানেই থেমে থাকেনি নয়াদিল্লি (New Delhi)। আরও একধাপ এগিয়ে ভারতের পশ্চিম সীমান্তে অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি মোতায়েন করা হয়েছে। এই প্রযুক্তি মূলত পাকিস্তানি সেনার বিমানগুলো যে ‘গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম’ (GNSS) যেমন GPS (আমেরিকা), গ্লোনাস (রাশিয়া), ও বেইডু (চীন)-এর উপর নির্ভর করে তাদের লক্ষ্যবস্তুর অবস্থান নির্ধারণ করতে, তা ব্যাহত করবে। ফলে লক্ষ্যবস্তুকে সঠিকভাবে শনাক্ত বা আক্রমণ করতে (Kashmir Issue) পাকিস্তানের বিমান বাহিনী (Pakistan Air Force) চরম অসুবিধায় পড়বে।

এই কৌশলগত পদক্ষেপ শুধু সাময়িক জবাব নয়, বরং ভবিষ্যতের জন্যও একটি সতর্কবার্তা। পাশাপাশি, সিন্ধু জলচুক্তি পর্যালোচনা, পাকিস্তানি নাগরিকদের স্বল্পমেয়াদি ও মেডিক্যাল ভিসা (Visa) বাতিল এই পদক্ষেপগুলোও ভারতের কড়া মনোভাব স্পষ্ট করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এখন দুই দেশের সম্পর্ক এক নতুন উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। ভারতের এই পাল্টা Kashmir Issue) কৌশল পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিবেশেও প্রভাব ফেলতে চলেছে।