Pahalgam Issue: কাশ্মীর হামলার পর সীমাকে নিয়ে উদ্বেগ! তদন্তে ATS

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ভালোবাসা জাতি, ধর্ম বা সীমান্ত চেনে না! এই চিরন্তন সত্যের জীবন্ত প্রমাণ সীমা হায়দার (Seema Haider)। পাকিস্তানের (Pakistan) করাচি থেকে প্রেমের টানে চার সন্তানকে নিয়ে ভারতে (India) পা রেখেছিলেন তিনি। নেপালের (Nepal) সীমান্ত পেরিয়ে এসেছিলেন উত্তরপ্রদেশের যুবক শচীন মিনারের জন্য। সংসার পেতেছিলেন গ্রেটার নয়ডায় (Noida)। ধর্মান্তরিত হয়ে সনাতন ধর্ম গ্রহণ করেছিলেন, জন্ম দেন এক কন্যা সন্তানের। কিন্তু এখন সেই প্রেমের গল্প যেন পরিণত হয়েছে এক অনিশ্চয়তার উপাখ্যানে (Pahalgam Issue)।

আরও পড়ুন: Narendra Modi: মুম্বইয়ে পর্দা উঠলো WAVES 2025-এ,ভারত পেল বিশ্বমঞ্চে এক নতুন প্ল্যাটফর্ম

কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার (Pahalgam Issue) পর ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ জারি করেছে। ১ মে-র মধ্যে সমস্ত পাকিস্তানিকে চিহ্নিত করে ফেরত পাঠানোর উদ্যোগে নেমেছে প্রশাসন। সেই সিদ্ধান্তের ছায়া এসে পড়েছে সীমা হায়দারের (Seema Haider) জীবনের উপরেও। যদিও তিনি জানিয়েছেন, তার পাকিস্তানের (Pakistan) সঙ্গে কোনও সম্পর্ক আর নেই। তিনি এখন ভারতের পুত্রবধূ। তাঁর আইনজীবী এপি সিং (A P Singh) সাফ জানিয়ে দিয়েছেন, সীমার বিরুদ্ধে পহেলগাঁও হামলার কোনও প্রমাণ নেই এবং তিনি ইতিমধ্যেই ভারতীয় নাগরিকের স্ত্রী হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা (ATS)। সীমার সমস্ত নথি জমা দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থার হাতে। তার মেয়ে বর্তমানে অসুস্থ, এবং সেই কারণে সীমার পক্ষে পুরো বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। সীমা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন, “আমি পাকিস্তানের মেয়ে ছিলাম, কিন্তু এখন ভারতের বধূ। দয়া করে আমাকে ফেরত পাঠাবেন না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সূত্রের খবর, আপাতত সীমাকে পাকিস্তানে ফেরত পাঠানোর পরিকল্পনা নেই সরকারের। তার নাম সেই তালিকায় নেই যাদের ভারত ছাড়তে হবে। স্বামীর নাগরিকত্বের ভিত্তিতেই সীমার অবস্থান নির্ধারিত হবে। ভালোবাসা আর বিশ্বাসের লড়াইয়ে সীমার ভবিষ্যৎ এখন সময়ই বলবে।