নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Weather)একাধিক পূর্বাঞ্চলীয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Weather) করা গেছে। ২৪ পরগনা (উত্তর ও দক্ষিণ), হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের একাধিক স্থানে সকালবেলায় মেঘলা (Cloudy)আকাশ ও ফজরের সময় থেকে বৃষ্টির শুরু হয়। আবহাওয়া দফতরের (Weather) পূর্বাভাস অনুযায়ী, আজকের দিনভর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
আরও পড়ুন: Weather Report : দক্ষিণবঙ্গের গরম বজায়, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
পশ্চিমের জেলাগুলিতেও আজ বিকেলের পর থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং দুই মেদিনীপুরে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত (Rainfall)হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের (South Bengal)বেশ কিছু জেলার ক্ষেত্রেই একইরকম পূর্বাভাস রয়ে গেছে। দিনের তাপমাত্রা অনেকটাই কমেছে, এবং রাতেও তুলনামূলকভাবে শীতলতা থাকবে বলে অনুমান।
উত্তরবঙ্গের আবহাওয়াতেও দেখা মিলছে পরিবর্তনের। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুর জেলাগুলিতে আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে মেঘ (Cloud)জমতে শুরু করেছে, ফলে স্থানীয় প্রশাসন পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে।২ রা মে, অর্থাৎ শুক্রবার, দক্ষিণ-পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। এছাড়াও অন্য জেলাগুলিতেও ছিটেফোঁটা বৃষ্টি দেখা দিতে পারে।
উত্তরবঙ্গের(North Bengal) কিছু কিছু জেলায়ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কৃষি নির্ভর মানুষজনের জন্য এই বৃষ্টিপাত কিছুটা স্বস্তির কারণ হতে পারে। তবে কোথাও কোথাও অতিরিক্ত জল জমে গেলে সমস্যা সৃষ্টি হতে পারে।
৩ তারিখ শনিবার (Saturday)পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
৪ তারিখ রবিবার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পাহাড়ি জেলাগুলিতেও রবিবার হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
এই কয়েকদিন ধরে চলা ছেঁড়া ছেঁড়া বৃষ্টিপাত রাজ্যের কৃষির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কোথাও কোথাও হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে থাকলে তার জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT