নিউজ পোল ব্যুরো: শহরে ফের অগ্নিকাণ্ড! সল্টলেক (Saltlake) সেক্টর ফাইভে একটি বেসরকারি প্রেসে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। দাউ দাউ করে জ্বলছে কারখানাটি। দুপুর ২:৩০ নাগাদ লাগে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন।
আরও পড়ুন: Madhyamik Result 2025: ৭০ দিনেই ফলপ্রকাশ! মেধায় জেলা এগিয়ে, প্রথম দশে ৬৬ জন
শুক্রবার দুপুর ঠিক ২টো নাগাদ সেক্টর ফাইভের (Saltlake) টেকনোপলিস সংলগ্ন একটি রাসায়নিক কারখানায় আচমকাই আগুন লেগে যায়। দাহ্য পদার্থে ভরা কারখানায় আগুন লাগার পর মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। স্থানীয়রা একাধিক বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। কালো ধোঁয়ার ঘন স্তম্ভ আকাশ ঢেকে ফেলে, আর আগুনের তাপে গলে যায় কারখানার একাংশ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে (Saltlake) টেকনোপলিস সংলগ্ন একটি রাসায়নিক কারখানায় আচমকাই আগুন লেগে যায়। দাহ্য পদার্থে ভরা কারখানায় পৌঁছায় দমকল বাহিনী। পাঁচিল টপকে, জীবন ঝুঁকির মুখে রেখেই ভিতরে ঢোকার চেষ্টা করেন তারা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও। তিনি জানান, “খবর পেয়েই চলে এসেছি। দমকল কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন। মনে হচ্ছে ভিতরে কেউ আটকে নেই।”
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরে ক্রমবর্ধমান অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত চারদিনে এই নিয়ে চতুর্থ অগ্নিকাণ্ড। মঙ্গলবার মেছুয়া বাজার, বৃহস্পতিবার লেকটাউন ও চিনারপার্ক, আর এবার সেক্টর ফাইভ। মেছুয়ায় আগুনে প্রাণ হারিয়েছেন ১৫ জন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ঘটনাগুলিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকাণ্ড রোধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জনবহুল শহরে পরপর আগুন লাগা কি প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।