India Strike On Pakistan: ভাতে মারার পরিকল্পনা, পাকিস্তানকে জোড়া অর্থনৈতিক ধাক্কা দিতে চলেছে ভারত

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) রেশ এখনও টাটকা। এই ঘটনার জেরে শুধু সামরিক ও কূটনৈতিক মঞ্চেই নয়, এবার আর্থিক পরিসরেও পাকিস্তানের (India Strike on Pakistan) উপর চাপ বাড়াতে প্রস্তুত নয়াদিল্লি।

আরও পড়ুন: Air India News: পাকিস্তানে আকাশসীমা বন্ধের জের! লোকসান ৫ হাজার কোটি, চাপে এয়ার ইন্ডিয়া

প্রথম ধাক্কায় ভারতের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়, যেমন সিন্ধু জলচুক্তি সাময়িকভাবে স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল (Visa Cancellation), দূতাবাসের কর্মীসংখ্যা হ্রাস এবং আকাশপথে নিষেধাজ্ঞা। কিন্তু তাতেই সন্তুষ্ট নয় সাউথ ব্লক। এবার কূটনৈতিক চাপে অর্থনৈতিক ঘুঁটি সাজাচ্ছে ভারত (India Strike On Pakistan)।

সূত্রের খবর, পাকিস্তানকে (Pakistan) আন্তর্জাতিক মঞ্চে ফের কোণঠাসা করতে একাধিক দিক থেকে পদক্ষেপ নেওয়ার রূপরেখা তৈরি হয়েছে। প্রথম লক্ষ্য, পাকিস্তানকে আবার FATF-এর (Financial Action Task Force) Financial Action Task Force) ধূসর তালিকাভুক্ত করা। আর দ্বিতীয় লক্ষ্য, আইএমএফ (IMF) বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে পাকিস্তানের ঋণ পাওয়ার প্রক্রিয়াকে বাধা দেওয়া।

উল্লেখ্য, সম্প্রতি IMF পাকিস্তানকে ৭০০ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। নয়াদিল্লির আশঙ্কা, এই অর্থ পরোক্ষভাবে আবার সন্ত্রাসে মদত দেওয়ার কাজে লাগতে পারে। তাই ভারত এমন এক কূটনৈতিক প্রচেষ্টা (India Strike On Pakistan) শুরু করতে চলেছে, যার মাধ্যমে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ‘বিশ্বসাহায্য’-এর পথ বন্ধ করা যায়।

FATF-এর ধূসর তালিকা আসলে সেই কালোছায়া, যেখানে থাকা মানেই বিদেশি লগ্নির পথ প্রায় বন্ধ হয়ে যাওয়া। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান এই তালিকায় ছিল, এবং তাতে তাদের অর্থনীতি প্রবল চাপে পড়ে। এখন ফের সেই পথেই হাঁটতে চাইছে ভারত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই নতুন অর্থনৈতিক যুদ্ধ কূটনৈতিক পরিসরে পাকিস্তানের সন্ত্রাসবাদী নীতির বিরুদ্ধে ভারতের জবাব। সন্ত্রাসের অর্থভিত্তি ছাঁটতে এবার আক্রমণ আর কূটনীতি নয়, অর্থনীতির মোড়কে মোড়ানো চাপ তৈরি করছে নয়াদিল্লি।