নিউজ পোল ব্যুরো: নিশব্দ উত্তেজনার ছায়ায় কাঁপছে সীমান্ত অঞ্চল। কাঁটাতারের ওপারে ষড়যন্ত্র, আর এপারে তপ্ত প্রতিক্রিয়া। একদিকে গুপ্তচরবৃত্তির জাল বিস্তার করছে পাকিস্তানি (Pakistan SPY) গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI), অন্যদিকে দেশপ্রেমে উজ্জীবিত সাধারণ মানুষ দাঁড়াচ্ছেন ভারতীয় সেনার পাশে। যুদ্ধ এখনও ঘোষণা হয়নি, কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে মানসিক, সামরিক এবং কূটনৈতিক স্তরে।
আরও পড়ুন: Saltlake: বিধ্বংসী আগুন সল্টলেকে বেসরকারি প্রেসে
সম্প্রতি রাজস্থানের জয়সলমীর (Rajasthan Jaisalmer) থেকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে পাঠান খান নামের এক স্থানীয় বাসিন্দাকে। রাজ্য গোয়েন্দা সংস্থা (Intelligence Unit) জানিয়েছে, খান ২০১৩ সালে পাকিস্তান (Pakistan SPY) সফরে গিয়ে সেখানকার গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর সংস্পর্শে আসেন। তাকে অর্থের লোভ দেখিয়ে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই থেকেই তিনি বারবার পাকিস্তানে (Pakistan SPY) গিয়ে সংবেদনশীল তথ্য সরবরাহ করতে থাকেন। এসব তথ্যের মধ্যে ছিল জয়সলমীরের আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর আওতায় মামলা দায়ের হয়েছে।
এদিকে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক যেমন রয়েছে, তেমনি রয়েছে অদম্য দেশপ্রেম। রামগড়, পহেলগামসহ একাধিক সীমান্তবর্তী অঞ্চলে বেসামরিক মানুষ স্বেচ্ছায় বাঙ্কার নির্মাণে অংশ নিচ্ছেন, সেনাবাহিনীকে সম্ভাব্য সমস্ত সহায়তা দিতে প্রস্তুত হচ্ছেন। অনেকে ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতি তুলে ধরে বলছেন, “তখন যেমন সেনার পাশে ছিলাম, আজও আছি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অন্যদিকে, পাকিস্তান (Pakistan SPY) সেনাবাহিনীও সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি বাড়িয়ে চলেছে। যুদ্ধবিমান মহড়া, আর্টিলারি ও বিমান প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করা হয়েছে। পাকিস্তানি বিমানবাহিনী ফিজা-ই-বদর, লালকার-ই-মোমিন এবং জারব-ই-হায়দারি নামে তিনটি বড় মহড়া চালাচ্ছে, যেখানে অংশ নিচ্ছে তাদের F-16, J-10 ও JF-17 যুদ্ধবিমান।
এই প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তারা হটলাইনে যোগাযোগ করে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আলোচনা করেছেন। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে উস্কানি দেওয়া হলে কড়া জবাব দেওয়া হবে।