Pahalgam : পাকিস্তান দায়ী নয়! যুদ্ধ নিয়ে ভারতকে সতর্ক করল আমেরিকা

breakingnews আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তান প্রসঙ্গে ভারতকে সতর্ক করল আমেরিকা। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জনের মৃত্যুর ঘটনায় ভারত-পাক সম্পর্কের সমীকরণ একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ যে কোনও সময় শুরু হতে পারে বলেি মনে করছে গোটা বিশ্ব। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের বিষয়ে সতর্ক করল নয়াদিল্লিকে।

আরও পড়ুনঃ Pakistan : ভারতের হাত থেকে বাঁচাও! রাষ্ট্রপুঞ্জের কাছে আকুতি পাকিস্তানের

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভান্স (JD Vance) একটি সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে সংঘাতের ইস্যুতে সংযত থাকার বার্তা দিয়েছেন ভারতকে। পাশাপাশি তিনি পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার জন্যও পাকিস্তানকে সরাসরি দায়ী করেননি। উক্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “পহেলগাঁওয়ের ঘটনার জন্য ভারত অবশ্যই পাকিস্তানকে জবাব দেবে।” তবে এরই সঙ্গে তিনি যোগ করেছেন, “আমরা আশা করছি, ভারত এমনভাবে এই সন্ত্রাসবাদী হত্যালীলার জবাব দেবে যাতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সৃষ্টি না হয়।”

Pahalgam

পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার ঘটনায় শাহবাজ শরীফ সরকারকে সরাসরি দায়ী না করলেও পাকিস্তান যে জঙ্গিদের আঁতুড়ঘর, তা কার্যত মেনে নিতেই হয়েছে মার্কিন উপরাষ্ট্রপতিকে। এই পরিস্থিতিতে ইসলামাবাদকে নয়াদিল্লির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বার্তাই দিয়েছেন ভান্স। তিনি বলেন, “আমরা আশা করছি, দায়বদ্ধ হয়ে ভারতকে সহযোগিতা করবে পাকিস্তান। তাদের মাটিতে সক্রিয় সন্ত্রাসবাদীদের খুঁজে মোকাবিলায় সহযোগিতা করবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

শুধু উপরাষ্ট্রপতি জেডি ভান্সই নন, একইভাবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর সঙ্গে ভারত-পাকিস্তান, দুই দেশেরই সমান ঘনিষ্ঠতা। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাত সৃষ্টি হয়েছে তার সমাধান দুই দেশই করবে। তিনি বা মার্কিন প্রশাসন তাতে নাক গলাতে চায় না। সব মিলিয়ে ভারত-পাক যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্রের ভূমিকা তুলে দিচ্ছে অনেক প্রশ্ন।