Jeet: জিৎ কি পা বাড়াচ্ছেন বলিউডে? জল্পনা তুঙ্গে

বিনোদন

নিউজপোল ব্যুরো: ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ জিৎ-এর প্রশংসনীয় অভিনয়ের পর থেকেই দর্শকমহলে উৎসাহ তুঙ্গে। জনপ্রিয় এই অভিনেতাকে এবার কি দেখা যাবে বলিউডের পর্দায়? শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তের মতোই কি মুম্বইয়ে নিজের জায়গা করে নিতে চলেছেন জিৎ (Jeet)?

শোনা যাচ্ছে, ‘খাকি’র সাফল্যের পর বলিউড থেকে বেশ কিছু নতুন প্রস্তাব পেয়েছেন তিনি। এমনকি একটি হিন্দি ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রের জন্য তাঁর সঙ্গে কথাবার্তাও প্রায় চূড়ান্ত পর্যায়ে। যদিও এখনও কিছুই নিশ্চিত করেননি অভিনেতা বা তাঁর টিম।

আরো পড়ুন: Kolkata: অ্যানালগ প্যাশনে ডিজিটাল জয়! কলকাতার গর্ব এই শিক্ষক

ক্যারিয়ারের শুরুর দিকে মুম্বইয়ে ভাগ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন জিৎ (Jeet)। তবে তখন সাফল্য আসেনি। সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টেছে। আজ তিনি টলিউডের অন্যতম সফল নায়ক ও প্রযোজক। সম্প্রতি মুম্বই-কলকাতা যাতায়াতও বেড়েছে তাঁর। ‘চেঙ্গিজ়’ ছবির প্রচারে আগে বলিউডে সক্রিয়ভাবেই অংশ নিয়েছেন তিনি।

‘চেঙ্গিজ়’ ছবির প্রচারে বলিউডে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন জিৎ। বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার, প্রমোশনের স্টেজ শো—সব জায়গায় তাঁর উপস্থিতি ছিল লক্ষণীয়। সেই অভিজ্ঞতাও তাঁকে হয়তো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আরও আত্মবিশ্বাসের জায়গা থেকে সংযোগ তৈরি করতে সাহায্য করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এখনও পর্যন্ত জিৎ (Jeet) কোনও হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে অনুরাগীদের আশা, খুব শিগগিরিই বড় পর্দায় তাঁকে দেখা যাবে এক নতুন পরিচয়ে। এদিকে, রায়হান রাফী পরিচালিত ‘লায়ান’ ছবিতেও এক ভিন্ন রূপে আসছেন জিৎ।