Narendra Modi:নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের জরুরি বৈঠক!

রাজনীতি রাজ্য

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘনের আবহে রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় ৪০ মিনিটের এই বৈঠকটি বর্তমান পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে, গতকাল নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

আরো পড়ুন:https://thenewspole.com/2025/05/04/saltlake-family-rescue-controversy/?fbclid=IwY2xjawKEYopleHRuA2FlbQIxMQABHldD_vr2PzYDulbvqJ-XOGhfIps0dzQNbDv1S9_CcPO4qLt9qy7BbtFUCCEh_aem_wLdRRr1EG6Wf6uJA-z5h-A

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানির পর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। এরপর নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। মনে করা হচ্ছে, এই অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় অস্থিরতা সৃষ্টি করেছে এবং গত দশ দিন ধরে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এমনকি ৩-৪ মে রাতেও পাকিস্তানি সামরিক পোস্ট থেকে ভারতীয় ভূখণ্ডে গোলাগুলি চালানো হয়েছে, যার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এই পরিস্থিতিতে বিমানবাহিনী প্রধানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, বৈঠকে নিয়ন্ত্রণরেখার বর্তমান পরিস্থিতি, পাকিস্তানের ক্রমবর্ধমান আগ্রাসন এবং ভারতীয় বিমানবাহিনীর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আকাশপথে যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলায় বিমানবাহিনীর সক্ষমতা এবং কৌশল নিয়েও কথা হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অন্যদিকে, নিয়ন্ত্রণরেখায় সামরিক উত্তেজনার পাশাপাশি পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলাও চালাচ্ছে। শিক্ষা, চিকিৎসা এবং কল্যাণ সংক্রান্ত ওয়েবসাইটগুলি তাদের প্রধান লক্ষ্য। যদিও ভারতীয় সাইবার নিরাপত্তা সংস্থাগুলি এখনও পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে, তবুও এই হুমকিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

পহেলগামের সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী (Narendra Modi) ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন এবং সন্ত্রাস দমনে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আজকের বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ নিয়ন্ত্রণরেখার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং আকাশপথে সুরক্ষা জোরদার করার ক্ষেত্রে সরকারের পদক্ষেপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি এবং সাইবার হামলার মোকাবিলায় ভারত সরকার কী নীতি গ্রহণ করে, সেদিকেই এখন সকলের দৃষ্টি নিবদ্ধ।