Offbeat Destination: এই নির্জন সৈকতে প্রকৃতির কোলে ছুটি কাটান

oftbeat ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: সপ্তাহজুড়ে রুটিনে হাঁপিয়ে উঠেছেন? ভাবছেন কোথাও একবার পালিয়ে গেলে হয়! কিন্তু সেই তো আবার দিঘা, পুরী, মন্দারমণি—ওই একই গল্প, একই ভিড়। যদি বলি, ঠিক পাশেই একটা কম পরিচিত, শান্ত, নির্জন সৈকত (Beach)আছে (Offbeat Destination), যেখানে গিয়ে আপনি নিজের সঙ্গে একটু সময় কাটাতে পারেন? সেই জায়গার নাম পরিখী।এই সৈকতটা ওড়িশার বুড়িবালাম নদীর (River)খুব কাছেই। বালেশ্বর (বা বালাসোর) থেকে মাত্র ১৮ কিমি দূরে। হাওড়া বা সাঁতরাগাছি থেকে বালেশ্বরগামী ট্রেনে চড়ে একটানে পৌঁছে যেতে পারবেন। চাইলে গাড়িতেও যেতে পারেন, কলকাতা থেকে দূরত্ব ২৫০ কিমির মতো। একবার পৌঁছলে যা দেখবেন, তা হলো একেবারে আনটাচড ন্যাচার—চোখজুড়োনো ঝাউবন, লাল কাঁকড়ার দল, ঝিনুকে ভরা সৈকত, আর কোনও ঝামেলা নেই।

ঝাউ, কাঁকড়া, নোনতা হাওয়া আর আপনি—এই কম্বিনেশনটাকেই বলে রিফ্রেশ| পরিখীতে বড় হোটেল বা ঝাঁ-চকচকে রিসর্ট নেই। আছে হাতে গোনা কয়েকটা ইকো-ক্যাম্প আর কটেজ, যেগুলো সুন্দরভাবে সাজানো। থাকতেও সুবিধে, আর খাওয়ার ব্যবস্থাও ফাটাফাটি—টাটকা মাছ, কাঁকড়া, চিংড়ি, সবই লোকাল। রাতে সমুদ্রের (Sea)ধারে বসে দূরে ট্রলারের আলো দেখতে দেখতে কথা বলা কিংবা একা থাকাটা—অসাধারণ এক্সপেরিয়েন্স।আর এক্সপ্লোর করতে ইচ্ছে করলে পরের দিন বুড়িবালাম নদীপথে একটা নৌকাভ্রমণে বেরিয়ে পড়ুন। খেয়া চেপে চলতে চলতে চোখে পড়বে ম্যানগ্রোভ, সিগাল, আর ঠান্ডা বাতাসে হালকা ঝাপটা। না, কোনও অ্যাডভেঞ্চার পার্ক না, বরং একদম রিল্যাক্সড, ধীরে বয়ে যাওয়া টাইম—যা আপনি মিস করছিলেন এতদিন।

আরও পড়ুন: Recipe: গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি ভাপা

এই অফবিট (Offbeat Destination) থাকার খরচ একদম বাজেট-ফ্রেন্ডলি। তাঁবুতে(Tent) থাকলে মাথাপিছু একদিনে ১৩০০ টাকা মতো, কটেজে ১৭০০ টাকা। খাওয়াদাওয়া ইন্ডেক্লুডেড—ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভনিং স্ন্যাকস সব। আর বুড়িবালামে নৌকাবিহার করতে চাইলে আলাদা করে ৪০০–৫০০ টাকা ধরেই রাখতে হবে।শান্ত, পরিচ্ছন্ন, নির্জন এক সৈকতে সময় কাটাতে চাইলে এবার ঠিকানা হোক পরিখী। ভিড়ের বাইরে গিয়ে যদি একটু সত্যিকারের বিশ্রাম চান, তাহলে দেরি না করে ব্যাগ গুছিয়ে ফেলুন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT