নিউজ পোল ব্যুরো:এক অবিশ্বাস্য জীবনগাথার সমাপ্তি।ভাবুন তো,যে মানুষটির শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মাঝে, কালের দীর্ঘ পথ পেরিয়ে তিনিই একদিন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হন! যোগগুরু স্বামী শিবানন্দ, যাঁর জীবন ছিল ১২৯ বছরের এক বিস্ময়কর উপাখ্যান, অবশেষে থামলেন (Swami Sivananda Dies)। গতকাল রাতের নিস্তব্ধতায়, বার্ধক্য আর অসুস্থতার কাছে হার মানলেন এই ব্যতিক্রমী যোগী।
এই প্রয়াণ শুধু একটি জীবনের শেষ নয় (Swami Sivananda Dies), এ যেন এক রূপকথার যবনিকা। যে মানুষটি হয়তো একমুঠো অন্নের জন্য অপেক্ষায় থেকেছেন, তিনিই একদিন নিজের কর্মের আলোয় উদ্ভাসিত করেছেন সহস্র জীবন। স্বামী শিবানন্দ ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব, যিনি যোগের শক্তিতে দীর্ঘ ও সুস্থ জীবন যাপন করেছেন, আর সেই জীবন উৎসর্গ করেছেন আর্ত-পীড়িত মানুষের সেবায়।পুরীর কুষ্ঠরোগীদের প্রতি তাঁর মমত্ববোধ ছিল অসীম। বছরের পর বছর ধরে তিনি তাঁদের পাশে থেকেছেন, জুগিয়েছেন বেঁচে থাকার সাহস। তাঁর হাতের স্পর্শে হয়তো বহু হতাশ মানুষও খুঁজে পেয়েছেন নতুন আশার আলো।২০২২ সালে যখন রাষ্ট্রপতি তাঁর হাতে ‘পদ্মশ্রী’ তুলে দেন, তখন যেন রূপকথার দরিদ্র রাজপুত্রের সিংহাসনে আরোহণের গল্প সত্যি হয়। সমাজের চোখে পিছিয়ে পড়া একটি মানুষ, নিজের কর্মবলে অর্জন করেছিলেন সর্বোচ্চ সম্মান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
গতকাল রাতে সেই ব্যতিক্রমী জীবনের জ্যোতি স্তিমিত হলো (Swami Sivananda Dies)। বারাণসীর আশ্রমে আজ নীরবতা, তবে সেই নীরবতা যেন এক গভীর শ্রদ্ধার প্রতিচ্ছবি। স্বামী শিবানন্দ হয়তো নশ্বর শরীর ত্যাগ করেছেন, কিন্তু তাঁর কর্মের দ্যুতি, তাঁর সেবার মন্ত্র যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে।
১২৯ বছরের দীর্ঘ পথ তিনি হেঁটেছেন যোগের দৃঢ়তায়। হয়তো সেই যোগসাধনাই ছিল তাঁর দীর্ঘ ও কর্মময় জীবনের চাবিকাঠি। তিনি আজ অনন্তের যাত্রী (Swami Sivananda Dies), কিন্তু রেখে গেলেন এক অমূল্য শিক্ষা – জন্ম যেখানেই হোক, মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মবিশ্বাসই পারে জীবনের মোড় ঘুরিয়ে দিতে। স্বামী শিবানন্দ, আপনার জীবন চিরকাল আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবে।