Security Drills: বুধবার জেলায় জেলায় বাজবে সাইরেন! বাংলার কোথায় কোথায় অসামরিক মহড়া? দেখে নিন তালিকা

দেশ

নিউজ পোল ব্যুরো: চারপাশে থমথমে পরিস্থিতি। তার মাঝেই সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক যুগান্তকারী পদক্ষেপের (Security Drills) ঘোষণা করল। সারা দেশে ৭ মে বুধবার অনুষ্ঠিত হবে এক ঐতিহাসিক অসামরিক মহড়া (Security Drills)। যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনায় সাধারণ মানুষের প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান (India-Pakistan) যুদ্ধের পর এই প্রথম এত বৃহৎ কৌশলগত মহড়া হতে চলেছে। এমনকি উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক (Sergical Strike) কিংবা বালাকোট এয়ার স্ট্রাইকের (Balakot air strike) সময়ও এতটা বিস্তৃত মহড়া হয়নি।

আরও পড়ুন: MIGM: এবার সমুদ্রেও ‘সার্জিকাল স্ট্রাইক’! ভারতীয় নৌসেনার নতুন কৌশল

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুসারে, দেশের ২৭টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়া আয়োজিত হবে। পশ্চিমবঙ্গেও রয়েছে এর প্রভাব। রাজ্যের ২৩টি জেলার ৩১টি স্থানে হবে এই মহড়া (Security Drills), যার মধ্যে উল্লেখযোগ্য হল- কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, দুর্গাপুর, হলদিয়া, খড়্গপুর, আসানসোল-বার্নপুর, ফারাক্কা, চিত্তরঞ্জন, বালুরঘাট, রায়গঞ্জ, ইসলামপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, মাথাভাঙ্গা, মেঘলিগঞ্জ, জলঢাকা, কার্শিয়াং, কালিম্পং, বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং মুর্শিদাবাদ।

এই মহড়ার মূল লক্ষ্য হল শত্রুপক্ষের বিমান হানার মতো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। সাইরেন বাজলে কী করতে হবে, হঠাৎ ব্ল্যাকআউট (Blackouts) হলে কোথায় যেতে হবে কিংবা স্থানান্তরের প্রয়োজন হলে সেই প্রক্রিয়া কী হবে? সবই তুলে ধরা হবে বাস্তব মহড়ার মাধ্যমে। অংশ নেবেন জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা, নাগরিক সুরক্ষা কর্মী, হোমগার্ড, এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্রের সদস্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT