Jammu And Kashmir: সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে, পাল্টা প্রত্যাঘাতে জবাব দিচ্ছে ভারতীয় সেনা

দেশ

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি পহেলগাঁওয়ে (Jammu And Kashmir) ভয়াবহ জঙ্গি হানায় (Pahalgam Terror Attack) ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘটনায় ভারত সরকার একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের (Pakistan) পক্ষ থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা সামনে আসছে, যার ফলে উত্তেজনা চরমে পৌঁছেছে।

আরও পড়ুন: India-Pakistan Relations: ভারতের প্রতিক্রিয়ার আঁচ টের পেয়েই উপযুক্ত সময়ে রাষ্ট্রসংঘের বৈঠকের দ্বারস্থ হতে চান পাকিস্তান!

গত ২২ এপ্রিলের ঘটনার পর মাত্র দু’দিনের ব্যবধানে, ২৪ এপ্রিল থেকে সীমান্তে গোলাগুলি শুরু করে পাক সেনা। আজ টানা ১২ দিন ধরে জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) কুপওয়াড়া (Kupwara), বারামুলা (Baramulla), পুঞ্চ (Poonch), রাজৌরি (Rajauri), মেন্ধার (Mendhar), নৌসেরা (Naushera), সুন্দেরবনি (Sunderbani) এবং আখনুরে (Akhnoor) ভারতের সেনা ছাউনিগুলিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হচ্ছে। প্রতিবারই ভারতীয় সেনা কঠোর জবাব দিয়েছে এবং সীমান্তে প্রতিটি তৎপরতার উপর নজরদারি বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক হামলা পাকিস্তানের (Pakistan) একটি সুপরিকল্পিত কৌশল, যার মূল উদ্দেশ্য হল কাশ্মীর (Jammu And Kashmir) উপত্যকায় সক্রিয় জঙ্গিদের নিরাপদে পাক অধিকৃত অঞ্চলে ফিরিয়ে আনা। নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে জঙ্গিদের পালাতে সাহায্য করাই সম্ভবত তাদের উদ্দেশ্য।

এই পরিস্থিতিতে ভারত সরকার শুধু সেনা প্রতিরক্ষা বাড়ানোর দিকেই নজর দেয়নি, বরং কূটনৈতিক মঞ্চেও সক্রিয় হয়েছে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে, সেই সঙ্গে বন্ধ করা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য। সন্ত্রাসবাদে মদতদাতাদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে কোনওরকম ছাড় দিচ্ছে না দিল্লি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ভারতীয় সেনা পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে প্রত্যেকটি লঙ্ঘনের জবাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেনা প্রস্তুত রয়েছে যেকোনও ধরনের পরিস্থিতি সামাল দিতে। এই অস্থির আবহে গোটা দেশ নজর রাখছে সীমান্তের দিকে, আর সেনা বাহিনী নিঃশব্দে পালন করে চলেছে তাদের অটল দায়িত্ব।