নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক বাণিজ্যের (International Trade) মঞ্চে এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক (Bilateral Relation) সম্পর্ক। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য আলোচনায় এবার নতুন গতিপথ এনেছে নয়াদিল্লির এক প্রস্তাব, যা পারস্পরিক শুল্কছাড়ের (Reciprocal Tarrif) পরিধিকে আরও বিস্তৃত করতে পারে।
আরও পড়ুন: Pakistani: ফের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! কাশ্মীরে গ্রেপ্তার আরও ১ পাকিস্তানি
বিশ্বমঞ্চে আবারও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মার্কিন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতীয় পণ্যের ওপর ২৬% শুল্ক আরোপের (Reciprocal Tarrif) ঘোষণা দেন। যদিও সেই সিদ্ধান্ত আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যেই দুই দেশের মধ্যে একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তি (Trade) ,সম্পন্ন করতে সচেষ্ট ওয়াশিংটন এবং নয়াদিল্লি।
এই প্রেক্ষাপটেই ভারতের তরফ থেকে গুরুত্বপূর্ণ এক প্রস্তাব এসেছে। স্টিল, গাড়ির যন্ত্রাংশ ও ওষুধপত্রের মতো মূল খাতগুলিতে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আমদানিতে পারস্পরিক শুল্ক পুরোপুরি শূন্য করার সুপারিশ করেছে ভারত (India)। এতে আমদানি সহজ হবে, দু’দেশের ব্যবসায়িক পরিবেশ আরও উন্মুক্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে নির্ধারিত সীমার বাইরে গেলে শুল্ক বহাল (Reciprocal Tarrif) থাকবে।
সম্প্রতি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের (JD Vance) ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক এই আলোচনায় নতুন গতি এনেছে। হোয়াইট হাউসে (White House) মোদী-ট্রাম্প (Modi-Trump) বৈঠকে পরস্পরের কৌশলী দর-কষাকষির প্রশংসাও উঠে আসে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সবমিলিয়ে, বিশ্বের দুই বৃহৎ গণতন্ত্রের বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে তোলার এই প্রয়াস বিশ্ববাজারের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে চলেছে। এখন দেখার বিষয়, আগামী দিনে এই প্রস্তাবগুলি চূড়ান্ত চুক্তির রূপ নেয় কিনা।