MIGM: এবার সমুদ্রেও ‘সার্জিকাল স্ট্রাইক’! ভারতীয় নৌসেনার নতুন কৌশল

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: যুদ্ধের প্রস্তুতি এবার জলের তলায়। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের ঘটনায় (Pahalgam Terror Attack) যখন ভারত-পাক (India-Pakistan)সীমান্তে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সমুদ্রপথে শক্তি প্রদর্শনের রাস্তায় আরও এক ধাপ এগোল ভারত। ভারতীয় নৌসেনা ও ডিআরডিও-র (DRDO) যৌথ উদ্ভাবনায় সফলভাবে পরীক্ষিত হল এক ভয়ঙ্কর মারণাস্ত্র। মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন (MIGM)। এই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্র যে শুধু শত্রু জাহাজকে শনাক্ত করতে পারবে তাই নয়, নিমেষেই ধ্বংস করতেও সক্ষম।

আরও পড়ুন: Jammu And Kashmir: সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে, পাল্টা প্রত্যাঘাতে জবাব দিচ্ছে ভারতীয় সেনা

মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন (MIGM) এমন এক সমুদ্র-খনি যা বহুমাত্রিক সেন্সর ব্যবহার করে জলের গভীরে থাকা শত্রু সাবমেরিন (Sabmarines), যুদ্ধজাহাজ এমনকি স্টিলথ প্রযুক্তি-নির্ভর জাহাজকেও চিনে ফেলতে পারে। এই মাইন স্থাপন করা যায় নৌসেনার যুদ্ধজাহাজ, সাবমেরিন (Sabmarines), কো-অপারেটিভ বা আন্ডারসি অপারেটিং প্ল্যাটফর্ম থেকে। অর্থাৎ, যুদ্ধ পরিস্থিতির যে কোনও ধাপে যে কোনও অবস্থান থেকে এই মাইন কার্যকর হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় নৌসেনার জন্য এটি (MIGM) হতে চলেছে এক যুগান্তকারী সংযোজন। শত্রু জাহাজের অবস্থান গোপন থাকলেও, এই মাইন তাকে সহজেই শনাক্ত করে ভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংস করে দিতে পারে। চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মুখে ভারত মহাসাগরে নৌসেনার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে এই অস্ত্র। বিশেষ করে আরব সাগরে পাকিস্তান বা অন্যান্য শত্রু দেশের সম্ভাব্য আগ্রাসন রুখতে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন এক নির্ভরযোগ্য প্রতিরক্ষাবর্ম হয়ে উঠবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT