নিউজ পোল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে প্রত্যাঘাত শুরু করেছে ভারত। আর ইতিমধ্যে এও জানিয়ে দেওয়া হয়েছে যে জারি থাকবে এই প্রত্যাঘাত। এদিকে বুধবার মধ্যরাতে ভারতীয় সেনা (Indian Army) কর্তৃক পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসল আমেরিকা ও চিন। দুই দেশের তরফেই বড় বার্তা দেওয়া হয়েছে ভারত এবং পাকিস্তানকে।
আরও পড়ুনঃ Operation Sindoor -এর পরই ভাইরাল গম্ভীরের পোস্ট, মাত্র দুই শব্দেই পাকিস্তানকে বার্তা ভারতীয় কোচের
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দেরি করেননি। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) কথা জানামাত্রই তিনি প্রতিক্রিয়া দেন, “আমি মনে করি, অতীতে ঘটা কিছু ঘটনার কারণে মানুষ বুঝতে পেরেছিল কিছু একটা হতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।” তবে এরই সঙ্গে যোগ করেছেন, “আশা করি এসব দ্রুত শেষ হবে।” অন্যদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত-পাকিস্তানের মধ্যেকার সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য যথাযথ চেষ্টা করবে আমেরিকা।
অর্থাৎ এখনও শান্তিপূর্ণ উপায়েই সমাধান চায় ওয়াশিংটন। ট্রাম্প এবং রুবিওর বক্তব্যে তা পরিষ্কার। একইভাবে চিনের তরফেও সংযমের বার্তাই দেওয়া হয়েছে ভারত এবং পাকিস্তানকে। বেইজিংয়ের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “ভারত-পাকিস্তান, উভয় পক্ষকেই শান্ত এবং সংযত থাকার আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতেও আহ্বান জানাচ্ছি।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
শুধু আমেরিকা কিংবা চিন নয়। ভারত এবং পাকিস্তানকে সংযমের বার্তা দিয়েছে ব্রিটেন, ফ্রান্স এমনকি রাষ্ট্রসঙ্ঘও। বিশেষ করে ফ্রান্সের বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের হাত থেকে নিজেকে বাঁচাতে ভারত কতটা মরিয়া। তবু এরপরও সংযত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। একমাত্র ইজরায়েলই অপারেশন সিঁদুর (Operation Sindoor) প্রসঙ্গে সরাসরি সমর্থন জানিয়েছে ভারতকে। এদেশে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজারের কথায়, “ভারতের আত্মরক্ষার অধিকারকে ইজরায়েল সমর্থন করেন। সন্ত্রাসবাদীদের জানা উচিত তাদের এহেন জঘন্য অপরাধ লুকানোর কোনও জায়গা নেই।”