নিউজ পোল ব্যুরো: পাহেলগামে ২২ এপ্রিলের বিভীষিকাময় জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) প্রতিশোধ ভারতের (India’s Strike On Pakistan) । বুধবার সকলে যখন ঘুমে আচ্ছন্ন তখন ভারত পাকিস্তান (Pakistan) ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে নিশানা করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এইপরিস্থিতি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক অঙ্গনেও উঠে এসেছে। হামলার পরেই আমেরিকাকে সব তথ্য দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)।
ভারতের অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) অভিযানের কিছুক্ষণ পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে। ডোভাল (Ajit Doval) স্পষ্ট জানান, অভিযানে কেবলমাত্র নিশ্চিত জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করা হয়েছে, পাকিস্তানের (Pakistan) কোনো বেসামরিক, অর্থনৈতিক বা সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ভারতীয় দূতাবাস থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, “শুধু পরিচিত জঙ্গি ঘাঁটিগুলোতেই আঘাত হানা হয়েছে, অন্য কোনো লক্ষ্যবস্তু নয়।”এই কড়া পদক্ষেপ নেওয়ার পেছনে ছিল নির্ভরযোগ্য প্রমাণ ।প্রযুক্তিগত তথ্য ও হামলা থেকে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, যা পাকিস্তানভিত্তিক (Pakistan) সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ দেয়।
এদিকে, হামলার কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সেনাবাহিনীকে দেন “পূর্ণ স্বাধীনতা”। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) জানিয়ে দেন, ভারতের শত্রুদের উচিত জবাব দেওয়া হবে। তবে, ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তান বরাবরের মতো জঙ্গিদের আশ্রয় দেওয়ার বদলে উল্টে ভারতকেই “ফলস ফ্ল্যাগ অপারেশন” চালানোর অভিযোগে দোষারোপ করে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি একাধিকবার ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্য দেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বিশেষ করে ইন্দাস জল চুক্তি স্থগিত হওয়ার পর ভুট্টো বলেন, “ইন্দাস নদী আমাদের, থাকবে আমাদেরই। হয় ওই নদীতে বইবে আমাদের জল, না হয় ওদের রক্ত।” এই মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভারতের প্রত্যাঘাতের পর ভারতের (India’s Strike On Pakistan) পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে তারা দেবে “ঐতিহাসিক প্রতিশোধ”। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সে কোনো দ্ব্যর্থতা রাখবে না।