Pakistan: ভারতের ‘অপারেশন সিঁদুরে’ কোথায় কত ক্ষয়ক্ষতি, বিবৃতি দিয়ে জানাল ইসলামাবাদ

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২৫ সালের ৭ মে গভীর রাতে, ভারত পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান (Pakistan)। ইসলামাবাদ (Islamabad) দাবি করেছে, এই অভিযানে পাকিস্তানের (Pakistan) ছয়টি অঞ্চলে মোট ২৪টি হামলা হয়েছে, যাতে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। পাকিস্তানের (Pakistan) সেনাবাহিনীর মুখপাত্র, আইএসপিআর-এর ডিরেক্টর জেনারেল একটি জরুরি সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান। তিনি ভারতীয় বাহিনীর অভিযানে সাধারণ নাগরিক, শিশু ও মহিলাদের হতাহতের দাবি তোলেন।

আরও পড়ুন: Operation Sindoor Update: ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানে সন্ত্রাসী শিবিরে আঘাত

তিনি জানান, মধ্যরাতে প্রায় ১টা নাগাদ বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে অবস্থিত শুভান মসজিদে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় পাঁচজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন বছরের একটি শিশুও ছিল। আরও ৩১ জন আহত হয়েছেন। মুজাফফরাবাদে বিলাল মসজিদেও হামলার কথা জানিয়ে আইএসপিআর দাবি করে, এখানে সাতটি ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে, যাতে একজন আহত হন এবং মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়।

কোটলি জেলার আব্বাত মসজিদে পাঁচটি হামলায় এক ১৮ বছর বয়সি যুবক ও এক ১৬ বছরের কিশোরীর মৃত্যুর কথা বলা হয়েছে। আরও এক মহিলা ও তাঁর কন্যা আহত হন। মুরিদকেতে উমালকুরা মসজিদে চারটি হামলায় একজনের মৃত্যু ও একজনের আহত হওয়ার পাশাপাশি দু’জন নিখোঁজ বলে দাবি। শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামে এবং শাকারগড়ের কাছে দুটি করে হামলার উল্লেখ থাকলেও, সেখানে প্রাণহানির কোনো খবর নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পাকিস্তান ভারতীয় অভিযানের নিন্দা করে একে “বিনাপ্ররোচনায় কাপুরুষোচিত হামলা” বলে অভিহিত করেছে এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, ভারতের দাবি অনুযায়ী, পহেলগাঁওতে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর ঘটনার পরেই এই অভিযান চালানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরেই ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) বাস্তবায়িত হয়। ইসলামাবাদ (Islamabad) অবশ্য সেই ঘটনার সঙ্গে কোনো যোগ স্বীকার করেনি।