নিউজ পোল ব্যুরো: পহেলগাঁও হামলার বদলা। কাশ্মীরে ২২ এপ্রিল জঙ্গি হানায় নিরীহ ২৬ জনের প্রাণহানির বদলা নিল ভারত। বদলা অবসম্ভাবী সেটা ছিল একেবারেই স্পষ্ট। ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার, ৭ মে অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) অংশ হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলিতে হামলা চালিয়েছে।
ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে মোট ৯টি স্থানে একেবারে নির্ভুল হামলা চালানো হয়েছে বলেই জানিয়েছে সেনা। ভারতীয় বায়ুসেনা মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি জঙ্গি ডেরায় হানা দিয়েছে। একটি বিবৃতিতে, সরকার জানিয়েছে পদক্ষেপগুলি “নির্ভুল লক্ষ্যে, পরিমাপিত এবং উত্তেজনা বিহীন ছিল।” ভারত সরকার আরও জানিয়েছে, এই হামলার লক্ষ্যবস্তুতে কোনও পাকিস্তানি সামরিক কেন্দ্র নেই। হামলার বিষয়ে সরকারের বিবৃতির পরপরই ভারতীয় সেনাবাহিনী এক্স হ্যান্ডেলে লিখেছে, “ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে”। টুইট করেছে। মোদী সরকার এটাও নিশ্চিত করেছে যে, যেসব জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেগুলিই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পিছনে মূল পরিকল্পনাকারী ছিল।

কয়েকটি সমাজমাধ্যম পোস্টে দাবি করা হয়েছে অপারেশন সিন্দুরের (Operation Sindoor) অংশ হিসেবে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে। ভারত পছন্দের স্থানে পাকিস্তানকে জবাব দেবে বলে আগেই বিবৃতিতে জানিয়েছিল নয়াদিল্লি। তাতক্ষণিকভাবে পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেছেন যে হামলায় তিনজন নিহত এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে যে, বাহাওয়ালপুর, কোটলি এবং মুজাফফরাবাদ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে। গত ২২ এপ্রিল জঙ্গিরা বৈসরণ ভ্যালিতে নিরীহ পর্যটকদের উপর হামলা চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে অবনতি হয়। গোটা দেশের মানুষের চোখে জ্বল্বছে প্রতিশোধের আগুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন ভারতের শত্রুদের কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Reciprocal Tarrif: শুল্কছাড়ে উদার প্রস্তাব নয়াদিল্লির, ট্রাম্পের সিদ্ধান্তে নজর বিশ্ববাসীর

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT