Operation Sindoor: বিরাট সাফল্য! মাসুদ আজাহারের পরিবার আর লস্কর কমান্ডারকে খতম করে দিল ভারত

Uncategorized

নিউজ পোল ব্যুরো: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দেওয়া শুরু করল ভারত। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার প্রত্যাঘাত ভারতীয় সেনার (Indian Army)। মঙ্গলবার মধ্যরাতে গোটা দেশ যখন নিদ্রামগ্ন ঠিক তখনই শক্তিশালী ক্ষেপণাস্ত্র (Missile) প্রয়োগ করে উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরের (POK) মোট ৯টি জঙ্গি ঘাঁটি। এবারে এই ‘প্রিসিশন স্ট্রাইক’ নিয়ে বড় তথ্য এল সামনে।

আরও পড়ুনঃ Operation Sindoor : পাকিস্তান সন্ত্রাসবাদের মদতদাতা! ন্যায়বিচার করেছে ভারত

সূত্রের খবর, মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে (Operation Sindoor) নিকেশ হয়েছে শতাধিক জঙ্গি। আর উল্লেখযোগ্য বিষয় হল, এর মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) কমান্ডার হাফিজ আব্দুল মালিকের নাম। ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে তার। অন্যদিকে বহওয়ালপুরে ভারতের অতর্কিত হামলায় পাকিস্তানি নিষিদ্ধ সংগঠন জঈশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) প্রধান মাসুদ আজাহারের (Masood Azhar) পরিবারের ১৪ জন শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ  Operation Sindoor : পাহেলগাঁও হামলার প্রতিশোধ, পাকিস্তানের জঙ্গি শিবিরে হামলা চালাল ভারত

Operation Sindoor

ভারতীয় সেনার তরফ থেকে বুধবার সকালে সাংবাদিক বৈঠক করেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিংরা। তাঁরা জানান, ‘অপারেশন সিঁদুরে’ (Operation Sindoor) পাকিস্তানের সেনা ঘাঁটি বা সাধারণ নাগরিকদের নিশানা করা হয়নি। শুধু নির্দিষ্ট কিছু জায়গাতে আঘাত হানা হয়েছে। যেগুলি সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণকেন্দ্র। জানা গিয়েছে, কোটলিতে যে মসজিদে হামলা চালানো হয়েছে তা লস্করের অন্যতম ঘাঁটি। এছাড়া ৩টি জঙ্গি ঘাঁটি জঈশ-ই-মহম্মদ পরিচালিত। আর তারই একটিতে বসবাস করত মাসুদ আজাহারের পরিবারের সদস্যরা।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

সূত্রের খবর, অপারেশন সিঁদুরে গুরুতর জখম হয়েছে মাসুদ আজাহারের ভাইপো রউফ আসগর। যাকে দীর্ঘদিন ধরেই খুঁজছেন ভারতীয় গোয়েন্দারা। এদিকে ভারতের প্রত্যাঘাতে ২৬ জনের মৃত্যু হয়েছে তা মেনেও নিয়েছে পাকিস্তান। যদিও মৃতদের পরিচয় প্রকাশ্যে আনেনি তারা‌।