নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হানার (Pahalgam Terror Attack) প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাত পেরিয়ে ভারত যেভাবে পাক মাটি ও পাক অধিকৃত কাশ্মীরে লক্ষ্যভেদ করে হামলা চালিয়েছে, তাতে রীতিমতো ক্ষুব্ধ ইসলামাবাদ। এর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) কড়া বার্তা দিয়েছেন, “ভারতের এই আগ্রাসী আচরণের জবাব দেওয়ার পূর্ণ অধিকার আমাদের আছে, আর আমরা তার যোগ্য জবাব দেব।”
আরও পড়ুন: Operation Sindoor : পাহেলগাঁও হামলার প্রতিশোধ, পাকিস্তানের জঙ্গি শিবিরে হামলা চালাল ভারত
এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে শাহবাজ (Shehbaz Sharif) বলেন, “পাকিস্তানের (Pakistan) পাঁচটি এলাকায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে ভারত। এই ঘটনা কার্যত যুদ্ধ ঘোষণা বলেই বিবেচিত হবে।” যদিও ভারতের তরফে দাবি করা হয়েছে, মোট নয়টি টার্গেটে আঘাত হানা হয়েছে, শাহবাজ সেই তথ্যকে উড়িয়ে দিয়ে বলেন, হামলা হয়েছে পাঁচটি স্থানে। তাঁর (Shehbaz Sharif) কথায়, “আমরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছি। গোটা জাতি সেনাবাহিনীর পাশে আছে।” পাকিস্তানও পাল্টা আগ্রাসনে নেমেছে বলে জানা গিয়েছে। কাশ্মীর সীমান্তের পুঞ্চ ও রাজৌরি এলাকার ভিম্বার গলিতে পাকিস্তান গোলাবর্ষণ শুরু করেছে। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিচ্ছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারত তার জবাব বেছে নেওয়া সময় ও স্থানে দিয়েছে। যদিও শহরের নাম প্রকাশ করা হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে মুজফ্ফরাবাদ ও বহাওয়ালপুরে হামলার খবর। অপারেশন সিঁন্দুর’- নামে এই আঘাত হেনেছে ভারত, যা কার্যত পাকিস্তানকে স্পষ্ট বার্তা— দেশের মাটিতে জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। তারই প্রতিক্রিয়ায় এই পাল্টা পদক্ষেপ। এই হামলার পরেই ফুঁসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT