Jaipur Stadium: ইডেনের পর জয়পুরের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি! হাজির বম্ব স্কোয়াড, চলছে তল্লাশি

breakingnews ক্রিকেট ক্রীড়া দেশ

নিউজ পোল ব্যুরো: সদ্য বুধবার মধ্যরাতেই অপারেশন সিঁদুরের মাধ্যমে (Operation Sindoor) পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। দুই দেশেই এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতি। এরই মধ্যে ভারতের আরও একটি ক্রিকেট স্টেডিয়াম বোমাতঙ্ক। বুধবারই কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) উড়িয়ে দেওয়ার হুমকি মেইল এসেছিল। ২৪ ঘন্টা পেরোনোর আগেই এবার জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়াম (Jaipur Stadium) উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পাঠানো হল।

আরও পড়ুনঃ Operation Sindoor -এর পরই ভাইরাল গম্ভীরের পোস্ট, মাত্র দুই শব্দেই পাকিস্তানকে বার্তা ভারতীয় কোচের

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা ১৩ মিনিট নাগাদ রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের কাছে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়াম (Jaipur Stadium) উড়িয়ে দেওয়ার হুমকি আসে। সঙ্গে মাঠে উপস্থিত থাকা কর্মীদের বের করে আনা হয়। এই মুহূর্তে বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ছাড়াও স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন জঙ্গিদমন শাখা। তারা মাঠে কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে হুমকি মেইলটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে হুমকি মেইলটি আসে ‘পাকিস্তান জেকে ওয়েব’ নামে একটি ইমেইল আইডি থেকে। মেইলটিতে লেখা ছিল, “অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। পারলে সকলকে বাঁচিয়ে দেখান।” উল্লেখ্য, বুধবার ইডেনে চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার আগে সিএসবি’র (CAB) কাছেও অজানা আইডি থেকে এরকম একটি হুমকি মেইল এসেছিল। যদিও শেষপর্যন্ত ম্যাচ নির্বিঘ্নেই হয়েছে। তবে জয়পুর স্টেডিয়াম (Jaipur Stadium) নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এমনিতেই সীমান্তবর্তী রাজ্য হওয়ায় কড়া সতর্কতা জারি করা হয়েছে রাজস্থানজুড়ে। রেল এবং পুলিশের কর্মীদের ছুটি বাতিলের পাশাপাশি ৫টি জেলায় সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে জয়পুর স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। জানা গিয়েছে, বোমাতঙ্ক যখন ছড়িয়ে পড়ে সেই সময় বেশ কয়েকজন মাঠকর্মী উপস্থিত ছিলেন মাঠে। তাদের তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, জয়পুরের মাঠই রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড। আগামী ১৬ মে তাদের ম্যাচ রয়েছে।