Airport: শনিবার পর্যন্ত বন্ধ থাকবে দেশের ২৭ টি বিমানবন্দর, পড়ুন বিস্তারিত

দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁও কাণ্ডের জেরে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মতো চমকে দেওয়া প্রত্যাঘাতের পরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের আকাশসীমা যেন আচমকাই স্তব্ধ হয়ে গেছে। দেশের প্রায় ২৭টি বিমানবন্দর (Airport) আপাতত বন্ধ রাখা হয়েছে, আগামী ১০ মে পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জানা গেছে।

আরও পড়ুন: Yogi Adityanath: মোদীর পর প্রধানমন্ত্রী হবেন? নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন যোগী

এই তৎপরতার ফলে ইতিমধ্যেই বাতিল হয়েছে ৪৩০টি বিমান। স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার-সহ একাধিক দেশীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থা নিরাপত্তার কারণে একাধিক উড়ান বাতিল করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলিও পাকিস্তানের (Pakistan) আকাশপথ এড়িয়ে ভারতের বিমানবন্দরগুলিতে (Airport) অবতরণ করছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, কাশ্মীর (Kashmir) থেকে শুরু করে গুজরাত পর্যন্ত পশ্চিম ভারতের আকাশে প্রায় নিস্তব্ধতা। কেবল যাত্রীবাহী বিমানই নয়, সামরিক বিমান চলাচলেও নেওয়া হয়েছে সতর্কতা। প্রাথমিকভাবে বন্ধ রাখা বিমানবন্দরগুলির (Airport) তালিকায় রয়েছে— শ্রীনগর, জম্মু, লেহ, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পটিয়ালা, ভাতিন্ডা, হলওয়ারা, পঠানকোট, ভুন্তর, শিমলা, ধর্মশালা, গগ্গল, কিশনগড়, জৈসলমের, জোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কেশোদ, ভুজ, কান্ডলা, গ্বালিয়র এবং হিন্ডন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

নিরাপত্তাজনিত এই পদক্ষেপে সাধারণ যাত্রীদের যাত্রা ব্যাহত হলেও, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা দপ্তর। সামরিক চাপের এই আবহে প্রতিটি সিদ্ধান্তই অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।