নিউজ পোল ব্যুরো: বুধবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে (Operation Sindoor) পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা (Indian Army)। আর এবার পাকিস্তানের খোদ এয়ার ডিফেন্স র্যাডার সিস্টেমেরই (Pakistani Air Defence Radar System) দফারফা করে ছাড়ল ভারত। বৃহস্পতিবার একটি বিবৃতি করে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। অন্যদিকে ভারতের এই প্রত্যাঘাতকে Sindoor 2.0 বলছেন কেউ কেউ।
সরকারি সূত্রে খবর, এদিন ভারতের বেশ কয়েকটি সেনা ছাউনিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ছিল পাকিস্তানের। এর মধ্যে রয়েছে শ্রীনগর, অমৃতসর, চণ্ডীগড়, লুধিয়ানা ইত্যাদি। তবে পাকিস্তান সেই পরিকল্পনা বাস্তবায়িত করার আগেই লাহোর এবং একাধিক জায়গায় তাদের এয়ার ডিফেন্স র্যাডার সিস্টেম (Pakistani Air Defence Radar System) ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি পাকিস্তানের জন্য কতবড় ধাক্কা তা আর বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে, পাকিস্তানের র্যাডার সিস্টেমের বারোটা বাজাতে ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড’ সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এদিকে ভারতীয় সেনা পাকিস্তানের র্যাডার সিস্টেম (Pakistani Air Defence Radar System) ধ্বংস করতেই নড়েচড়ে বসল মার্কিন যুক্তরাষ্ট্র। লাহোরের মার্কিন কনস্যুলেট লাহোর বা তার আশেপাশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে জারি করেছে সতর্কতা। মার্কিন নাগরিকদের দ্রুত লাহোর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে লাহোরে আসতে নিষেধও করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার পাকিস্তানের ২৫ জায়গায় ৫০টি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এই পরিস্থিতিতে একটি বিজ্ঞপ্তি জারি করে মার্কিন কনস্যুলেট জানিয়েছে, “লাহোর এবং তার আশপাশে ড্রোন বিস্ফোরণ, মাটিতে পড়ে থাকা ড্রোন এবং আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের কারণে মার্কিন কনস্যুলেট জেনারেল তার সমস্ত কর্মীদের নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিতে নির্দেশ দিচ্ছে।” সব মিলিয়ে যুদ্ধ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে এরই মধ্যে অপারেশন সিঁদুর জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।