Lahore: ‘অপারেশন সিঁদুর’-এর ২৪ ঘণ্টার মধ্যে লাহোরে ড্রোন বিস্ফোরণ!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) একদিনও কাটেনি, এরই মধ্যে লাহোরে (Lahore) একের পর এক বিস্ফোরণে ফের কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার সকালেই ধোঁয়ার কুণ্ডলী আকাশ ঢেকে ফেলে, বেজে ওঠে বিপদ সতর্কতা সাইরেন। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন স্থানীয়রা। গোপাল নগর ও নাসিরাবাদ দুটি অভিজাত এলাকার মাঝামাঝি অঞ্চলে এই বিস্ফোরণ ঘটে। এলাকাটি কেবল উচ্চবিত্ত আবাসিক নয় বরং সেনা ঘাঁটির কাছাকাছি হওয়ায় এই বিস্ফোরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Operation Sindoor: প্রত্যাঘাতের সিঁদুর কীভাবে তৈরি করল ভারত?

পুলিশ সূত্র অনুযায়ী, ড্রোন থেকেই বিস্ফোরক (Lahore) ফেলা হয় মাত্র পাঁচ-ছয় ফুট উচ্চতা থেকে। বিস্ফোরণের পরে সেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়। কারা এই বিস্ফোরণের পেছনে রয়েছে তা এখনও অস্পষ্ট, তবে সময়ের প্রেক্ষিতে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কারণ, এর ঠিক আগের রাতেই ভারত চালায় এক নজিরবিহীন অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন সেনার মৃত্যুর পর ভারত প্রতিশোধ নিতে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) ৯টি জঙ্গি ঘাঁটিতে চালায় ‘প্রিসিশন স্ট্রাইক’। ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র হামলায় জইশ-ই-মহম্মদের বাহওয়ালপুর সদর দপ্তর, লস্কর-ই-তৈবার মুরাক্কা ঘাঁটি ও হিজবুল মুজাহিদিনের গুরুত্বপূর্ণ অবস্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পুরো অভিযানের তত্ত্বাবধানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পরদিনই লাহোরে (Lahore) বিস্ফোরণ নিঃসন্দেহে একটি কৌশলগত বার্তা বহন করে, বিশেষ করে যখন পাকিস্তানের (Pakistan) গুরুত্বপূর্ণ শহর ও সেনাঘাঁটির সংলগ্ন অঞ্চলই হয়ে ওঠে হামলার কেন্দ্রবিন্দু। যদিও এখনো পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি, তবে স্পষ্ট যে ভারত-পাক উত্তেজনা নতুন মোড় নিচ্ছে। যুদ্ধ পরিস্থিতি তৈরির আশঙ্কা আরও প্রকট হচ্ছে এবং সেই আবহেই আন্তর্জাতিক মহলের নজর এখন উপমহাদেশের দিকে।