Operation Sindoor : বীরত্ব জাহির করতে ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান, মদতদাতা চিন?

breakingnews আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ‘অপারেশন সিঁদুরে’র (Operation Sindoor) মাধ্যমে শেষপর্যন্ত বেজেই গিয়েছে ভারত-পাক যুদ্ধের (Indo-Pak War) দামামা। বুধবার মধ্যরাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। এরপর থেকেই যুদ্ধকালীন উত্তাপ ছড়িয়েছে দুই দেশে। এদিকে এরই মধ্যে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুয়ো খবর এবং তথ্য ছড়ানোর অভিযোগ উঠছে পাকিস্তান এবং চিনের বিরুদ্ধে। অভিযোগ, ভারতের বীরত্ব থেকে দেশবাসী এবং বাকি বিশ্বের নজর ঘোরাতেই সমাজ মাধ্যমে ভুয়ো ছবি, ভিডিও বা তথ্য ছড়াচ্ছে তারা।

আরও পড়ুনঃ Dilip Ghosh : বাংলাদেশ নিমকহারাম! আর পাক সেনার দম নেই ভারতের সঙ্গে লড়ার!

‘অপারেশন সিঁদুরে’র (Operation Sindoor) মাধ্যমে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) বদলা নেওয়া শুরু করেছে ভারত। বুধবার মধ্যরাতে সকলে যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই সুপরিকল্পিতভাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। তবে এরপর থেকেই পাকিস্তানপন্থী কিছু সংবাদমাধ্যম পাক সেনার বীরত্ব নিয়ে ভুয়ো তথ্য ছড়াতে শুরু করেছে। উল্লেখযোগ্য বিষয়, একই অভিযোগে অভিযুক্ত চিনের সরকারি সংবাদ মাধ্যমও।

মূলতঃ পাকিস্তানের বীরত্ব বিশ্বের সামনে জাহির করতেই এইসমস্ত আষাঢ়ে গপ্পো এবং ভুয়ো ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, কীভাবে বীরত্বের সঙ্গে ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) রুখে দিয়ে পাল্টা আঘাত হেনেছে পাক সেনাবাহিনী। একটি ছবিতে বিমানের ধ্বংসাবশেষ দেখা গিয়েছে। দাবি করা হচ্ছে, সেটি ভারতের রাফাল যুদ্ধবিমান। যা বাহাওয়ালপুরে গুলি করে নামিয়েছে পাক সেনা। যদিও কেন্দ্রীয় সংস্থা পিআইবি’র (PIB) দাবি, ২০২১ সালে পাঞ্জাবের মোগায় একটি মিগ-২১ বিমান ভেঙে পড়েছিল— এটি তারই ছবি।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এদিকে ভুয়ো খবর ছড়ানোর পর বেইজিংয়ে ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমে চিনা সংবাদ মাধ্যমটিকে তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে। অন্যদিকে শুধু পাকিস্তানের সংবাদ মাধ্যমই নয়। ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বিরুদ্ধেও। তিনি দাবি করেছিলেন, পাকিস্তান নাকি বেশ কয়েকজন ভারতীয় সেনাকে আটক করেছে। পরে সেই দাবি খারিজ করতে হয় তাকে।