নিউজ পোল ব্যুরো: নতুন উত্তেজনার আবহে ফের কেঁপে উঠল পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের (Pakistan Drone Strikes) অন্তত ১০টি শহরে বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। লাহোর, করাচি, গুজরানওয়ালা, রাওয়ালপিণ্ডি, বালুচিস্তান-সহ একাধিক জায়গায় একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাকিস্তানি (Pakistan Drone Strikes) সংবাদমাধ্যমগুলির দাবি, বিস্ফোরণগুলি ড্রোন হামলার ফল। অন্তত ১২টি ‘হার্প’ ড্রোন হামলা (Drone attack) চালিয়েছে বলে জানায় পুলিশ ও সেনা সূত্র। যদিও কারা এই হামলার নেপথ্যে, তা এখনও অজানা। তবে পাকিস্তানের প্রাথমিক অভিযোগের নিশানা ভারতের দিকে।
আরও পড়ুন: Operation Sindoor : বীরত্ব জাহির করতে ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান, মদতদাতা চিন?
বৃহস্পতিবার (Thursday) সকালেই বিস্ফোরণে q (Explosion) কেঁপে ওঠে লাহোর সেনা ছাউনির পাশের এলাকা। কিছুক্ষণের মধ্যেই করাচি, গুজরানওয়ালা, সিয়ালকোট, নারওয়াল, ঘটকি, উমরকোট সহ একাধিক শহর থেকে আসতে থাকে বিস্ফোরণের (Explosion) খবর। করাচির এসএসপি মালি জানান, শহরের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। উদ্ধার হয়েছে ধাতব টুকরো ও ড্রোনের ভগ্নাবশেষ।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানায়, ঘটনার পরই দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বেশ কয়েকটি জায়গা থেকে ড্রোন গুলি করে নামানো হয়েছে বলেও জানানো হয়েছে। তবে বিস্ফোরণের দায় স্বীকার করেনি পাকিস্তান সরকার। এখনও সরকারি স্তরে কোনও মন্তব্যও করা হয়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। পহেলগাঁওয়ে ২৬ ভারতীয় সেনার মৃত্যু ঘিরে (Pahalgam Terror Attack) বদলার আগুনে জ্বলছিল ভারত। সেই প্রতিক্রিয়াতেই পাকিস্তান (Pakistan Drone Strikes) ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতীয় সেনা। তার ঠিক পরদিনই পাকিস্তানের অভ্যন্তরে এই বিস্ফোরণের ধারা, নতুন করে জন্ম দিচ্ছে নানা জল্পনার।