নিউজ পোল ব্যুরো: নিশানা এবার আরও ভয়ঙ্কর—‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) আগুনে ছারখার পাকিস্তান (Pakistan), জবাবে নয়া ষড়যন্ত্রের জাল বুনছে ইসলামাবাদ (Islamabaad)। ভারতের পাল্টা আঘাতে কার্যত দিশেহারা পাক প্রশাসন। সেই চাপেই শনিবার জরুরি বৈঠকে বসে পাকিস্তানের (Ind vs Pak) ন্যাশনাল কমান্ড অথরিটি (NCA)। এই কমিটির হাতেই রয়েছে দেশের পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত।
আরও পড়ুন: India Pakistan War: পাক নিশানায় এবার ৪ এয়ারবেস, পাল্টা আক্রমণ ভারতের
প্রতিরক্ষামন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান চালু করেছে ‘বুনইয়ান উল মারসুস’ (Bunyan Un Marsoos)। কোরান থেকে নেওয়া এই আরবি শব্দটির অর্থ—সীসার তৈরি দুর্ভেদ্য প্রাচীর। পাকিস্তান এই নাম দিয়ে বোঝাতে চেয়েছে, তারা প্রতিরক্ষায় (Ind vs Pak) অটুট এবং প্রস্তুত। বাস্তবে অবশ্য দেখা গেল ভিন্ন চিত্র।
শুক্রবার গভীর রাতে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ফের ড্রোন (Drone) ও ক্ষেপণাস্ত্র (Missiles) হামলার চেষ্টা করে পাকিস্তান (Pakistan)। নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক গ্রামে গুলিবর্ষণ করে পাক সেনা। তার জবাবে ভারতীয় বাহিনী (Ind vs Pak) অত্যন্ত পরিমিত অথচ কার্যকরভাবে পাল্টা আঘাত হানে। নিশানা হয় পাকিস্তানের অন্তত ৮টি সেনাঘাঁটি, অস্ত্রাগার ও কৌশলগত ঘাঁটি।
পাক সংবাদমাধ্যমের দাবি, ভারতের এই প্রত্যাঘাতে ব্যালেস্টিক মিসাইল ব্যবহৃত হয়েছে। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তড়িঘড়ি ডেকে নেন NCA-এর বৈঠক। এই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নিজে, তিন বাহিনীর প্রধান, আইএসআই-এর ডিরেক্টর, জয়েন্ট চিফস অফ স্টাফ, এবং বিভিন্ন মন্ত্রকের শীর্ষকর্তারা। যদিও পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এই বৈঠক আহ্বানের কথা অস্বীকার করেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিকে ভারতের তরফে উইং কমান্ডার বোমিকা সিং শনিবার সাংবাদিক সম্মেলনে জানান, পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়ানোর পরিকল্পনা করছে। নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনা সঞ্চালনও শুরু হয়েছে। জবাবে ভারতীয় বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত।