Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে

আন্তর্জাতিক দেশ পেজ 3

নিউজপোল ব্যুরো: ২০ দিন ধরে একের পর এক ফাঁকা পোস্ট করার পর, রবিবার সকালে অবশেষে নীরবতা ভাঙলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। টুইটারে (X) তিনি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটি দীর্ঘ, আবেগপ্রবণ এবং শক্তিশালী পোস্ট শেয়ার করেন। এই পোস্টে তিনি ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ করেন এবং সেই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা পদক্ষেপের প্রশংসা করেন।

আরো পড়ুন: India Pakistan War: পাক নিশানায় এবার ৪ এয়ারবেস, পাল্টা আক্রমণ ভারতের

বচ্চন (Amitabh Bachchan) এই পোস্টে এক মহিলার দৃষ্টিভঙ্গিতে ঘটনাটি তুলে ধরেন, যিনি নিজের স্বামীকে সন্ত্রাসীর হাতে প্রাণ দিতে দেখেছিলেন। পোস্টে তিনি লেখেন, কীভাবে সেই দানব স্বামীকে কাপড় খুলে গুলি করে হত্যা করে, আর অসহায় স্ত্রী কাঁদতে কাঁদতে অনুরোধ করেন স্বামীকে না মারতে।

স্বামী মারা যাওয়ার পর, স্ত্রী সন্ত্রাসীকে বলেন তাকেও মেরে ফেলতে। জবাবে সেই দানব বলে, “না! ফিরে যাও এবং সবাইকে বলো…”এই বিভীষিকাময় মুহূর্তে বচ্চনের (Amitabh Bachchan) মনে পড়ে যায় তাঁর প্রয়াত পিতা, কবি হরিবংশ রাই বচ্চনের একটি কবিতা— “আমি হাতে করে চিতার ছাই নিয়ে এসেছি, তবু এই জগৎ আমার কাছে সিঁদুর চায়।”

এই কবিতার লাইন থেকেই ‘অপারেশন সিঁদুর’-এর প্রতীকী ব্যাখ্যা করেন অমিতাভ।তিনি লেখেন, “এবং তখন ‘সে’ তাকে দিল সিঁদুর!!! অপারেশন সিঁদুর!!! জয় হিন্দ! জয় হিন্দ কি সেনা! তুমি থামবে না, ফিরবে না, মাথা নত করবে না! শপথ করো, শপথ করো, শপথ করো! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!!!”

এই পোস্টটি বচ্চনের ২০ দিনের নীরবতার পর প্রথম পোস্ট। এর আগে তাঁর নীরবতা তাঁর অনুরাগীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল।

এখন তিনি যুক্ত হলেন সেইসব চলচ্চিত্র তারকাদের তালিকায়— যেমন আমির খান, সাইফ আলি খান, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, কঙ্গনা রানাউত, রজনীকান্ত, মম্মুটি, ইমরান হাশমি প্রমুখ— যারা পাহালগাম হামলার নিন্দা করে ভারতীয় সেনার পাল্টা পদক্ষেপের প্রশংসা করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT