BrahMos Missile:ভারত-পাক উত্তেজনার আবহে ব্রহ্মস কারখানার উদ্বোধন,অপারেশন সিঁদুর জারি!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই আজ লখনউতে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের (BrahMos Missile) একটি অত্যাধুনিক উৎপাদন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে, ভারতীয় বায়ুসেনা স্পষ্ট জানিয়েছে যে তাদের “অপারেশন সিঁদুর” এখনও অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:https://thenewspole.com/2025/05/11/indiraimfleadership/

গত ৭ই মে জম্মু ও কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের অভ্যন্তরে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালায়। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েছে। যদিও গতকাল উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবুও বায়ুসেনার পক্ষ থেকে “অপারেশন সিঁদুর” জারি রাখার এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। বায়ুসেনা জানিয়েছে, এই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য সময় মতো জানানো হবে এবং জনসাধারণকে কোনও প্রকার ভিত্তিহীন খবরে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

লখনউতে নবনির্মিত ব্রহ্মস উৎপাদন কারখানাটি (BrahMos Missile) ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মনে করা হচ্ছে, এই ইউনিটে প্রতি বছর প্রায় ৮০ থেকে ১০০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব হবে। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত এই ক্ষেপণাস্ত্র আকাশ, স্থল ও জলভাগ থেকে উৎক্ষেপণ করা যায় এবং এটি ‘ফায়ার অ্যান্ড ফরগেট’ প্রযুক্তি নির্ভর। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের দেশীয় উৎপাদন ভারতের সামরিক শক্তিকে বহুগুণে বৃদ্ধি করবে।

নিউজ পোল ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ভারত ও পাকিস্তানের মধ্যে আপাত শান্তির বার্তা এলেও, ব্রহ্মস কারখানার (BrahMos Missile) উদ্বোধন এবং “অপারেশন সিঁদুর”-এর মতো পদক্ষেপ ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ভারত একদিকে যেমন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে, তেমনই নিজেদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্ক কোন পথে চালিত হয়, সেদিকেই এখন সকলের দৃষ্টি নিবদ্ধ। বায়ুসেনার “অপারেশন সিঁদুর”-এর পরবর্তী পদক্ষেপ এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা কতদূর অগ্রসর হয়, তা সময়ই বলবে।