India-Pakistan: ভারত-পাকিস্তান সীমান্তে চারদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতি, ড্রোন লঙ্ঘনে ফের উত্তেজনা

Uncategorized আন্তর্জাতিক দেশ

নিউজপোল ব্যুরো: ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা নতুন মোড় নেয় মে মাসের শুরুতে। চার দিন ধরে চলা ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন অনুপ্রবেশ এবং নিয়ন্ত্রণ রেখা (LoC) জুড়ে গোলাগুলির পর দু’দেশই ১০ মে সন্ধ্যা থেকে স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের ঘোষণা দেয়। তবে এই যুদ্ধবিরতির পেছনে রয়েছে কয়েকটি তাৎপর্যপূর্ণ কৌশলগত ঘটনা, যার বিশ্লেষণ অত্যন্ত জরুরি।

আরো পড়ুন: India Pakistan War: পাক নিশানায় এবার ৪ এয়ারবেস, পাল্টা আক্রমণ ভারতের

১০ মে ভোরে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিতে ব্রহ্মোস-এ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। নিশ্চিত আঘাত পড়ে রাওয়ালপিন্ডির চকলালা ও পাঞ্জাবের সরগোধায়। পরে Jacobabad, Bholari ও Skardu-তেও হামলার তথ্য নিশ্চিত হয়।

এই হামলার পর পাকিস্তান তার প্রতিরক্ষা নেটওয়ার্কে সর্বোচ্চ সতর্কতা জারি করে এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করে।পরিস্থিতি জটিল হয়ে উঠলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করে। প্রথমে নিরপেক্ষ অবস্থান নিলেও, পরে যুক্তরাষ্ট্র ইসলামাবাদকে সামরিক হটলাইন ব্যবহার করে যুদ্ধবিরতি কার্যকর করার নির্দেশ দেয়।

বিকেল ৩টা ৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন।যদিও সন্ধ্যায় যুদ্ধবিরতি কার্যকর হয়, তারপরও পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে, যেগুলি ভারত বাধা দেয়। ভারত জানায়, এই লঙ্ঘন তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং উপযুক্ত প্রতিক্রিয়া দেবে।

পাশাপাশি, ইন্দাস জলচুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তও বহাল থাকে। ভারত স্পষ্ট করে দেয়, তারা তৃতীয় পক্ষ ছাড়াই কেবল নির্ধারিত প্রোটোকল অনুযায়ী পাকিস্তানের (Pakistan) সঙ্গে যোগাযোগ রাখবে।

এই ঘটনার সময়রেখা স্পষ্ট করে দেয়, ভারত-পাকিস্তান সম্পর্ক কতটা স্পর্শকাতর এবং একটি ঘটনা কীভাবে যুদ্ধের দিকেও মোড় নিতে পারে। চার দিনের সংঘর্ষ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত শান্তির পথে একটি পদক্ষেপ হলেও, ড্রোন অনুপ্রবেশের মতো ঘটনা দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়ায়। এমন পরিস্থিতিতে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হলে শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, প্রয়োজন পারস্পরিক আস্থা ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT