নিউজ পোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় (Social Media) এখন ট্রেন্ড – “ইন্দিরা গান্ধী (Indira Gandhi) থাকলে ভালো হতো!” কিন্তু সত্যিই (India Pakistan War) কি তাই? ইতিহাস শুধু আবেগ দিয়ে বিচার করলে ভবিষ্যৎ অন্ধকার হতে বাধ্য।১৯৭১ সালের যুদ্ধ (India Pakistan War) ভারত জিতেছিল ঠিকই, কিন্তু কয়েক মাস পরেই দেশে দেখা দেয় মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট আর জ্বালানির অভাব। আজ যদি যুদ্ধ শুরু হয়, তার প্রভাব হবে বহুগুণ ভয়াবহ – কারণ আজকের পৃথিবী সম্পূর্ণ আলাদা। এখন যুদ্ধ শুধু বুলেট আর বোমার নয়! এটি তথ্য, অর্থনীতি, প্রযুক্তি ও কূটনীতির লড়াই।
আরও পড়ুন: India Pakistan War: পাক নিশানায় এবার ৪ এয়ারবেস, পাল্টা আক্রমণ ভারতের
রাশিয়া (Russia) যেমন ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে লড়াইয়ে বিপুল সম্পদ খরচ করেও জয় পায়নি, ভারতও যদি একই পথে হাঁটে, তাহলে কেবল আবেগ দিয়ে তা সামাল দেওয়া যাবে না।ভারতে আজ iPhone-এর মতো ব্র্যান্ড তাদের উৎপাদন কেন্দ্র স্থাপন করছে। আপনি যদি কোনও বড় সংস্থার কর্ণধার হন, তবে যুদ্ধময় এক দেশে বিনিয়োগ করবেন কি?
যুদ্ধ (India Pakistan War) মানে শুধু সীমান্তে সেনা না! যুদ্ধ মানে দেশের অভ্যন্তরে সংকট। চাকরি যাবে হাজার হাজার IT, BPO, স্টার্টআপে। আন্তর্জাতিক লগ্নি সরিয়ে নেবে বিদেশি সংস্থাগুলি। ডলার-রুপি বিনিময় হার ধসে পড়বে। স্টক মার্কেট, এমআই, পিএফ সবই বিপদে পড়বে।বিদেশে পড়তে যাওয়া, ফ্রিল্যান্স কাজ, চিকিৎসা, ওষুধ, এমনকি রোজকার রেশন পর্যন্ত হুমকির মুখে পড়বে। কার্ফু, সেনা টহল, ইন্টারনেট বন্ধ, সাধারণ জীবনের গতি থেমে যাবে।
আর যারা ইন্দিরা গান্ধীর উদাহরণ টানছেন, তারা ভুলে গেছেন ১৯৭৫-এর ‘Emergency’– যেটা ছিল ভারতের গণতন্ত্রে এক কালো অধ্যায়। মতপ্রকাশের স্বাধীনতা হরণ, বিরোধীদের কারাগারে পাঠানো এসবই গণতন্ত্রের চরম অপমান।তাই আবেগে নয় – বাস্তবতায় ভর করে ভাবুন। দেশপ্রেম মানে যুদ্ধ চাওয়া নয়, বরং দেশকে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে যাওয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT